টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
বিরাট চমক 'ওয়ার ২'-এ
যশ রাজ সবসময়েই তাদের সংস্থার ছবির গল্প আর টুইস্টের গোপনীয়তা নিয়ে মাত্রাতিরিক্ত সতর্ক থাকে। কেন? না যাতে কোনও রকম পাইরেসি বা সেই থ্রিল লিক না হয়, সেই জন্যই ছবির স্পয়লার একেবারে কুলুপ এঁটে করে রাখা হয়। স্পাই ইউনিভার্সের ফ্যানরা জানেন—এই সিনেমার ছবির শেষে ক্রেডিট রোল মিস মানেই সিনেমার অভিজ্ঞতার অর্ধেকটাই হাতছাড়া! ঠিক সেরকমই, ‘ওয়ার ২’-এর এন্ড ক্রেডিটে লুকিয়ে আছে দুই বিশাল চমক! যা আগামী কয়েক বছরের স্পাই ইউনিভার্সের পরবর্তী অধ্যায় কীভাবে গড়ে উঠবে, তার ইঙ্গিত দিয়ে দেবে। যেমন ভাবা, তেমন কাজ। 'ওয়ার ২'-এর পোস্ট ক্রেডিটে দেখা গেল ববি দেওলকে। তাঁর চরিত্রটি ইঙ্গিত দিল আলিয়া ভাট ও শর্বরী ওয়াঘের আগামী ছবি 'আলফা'র। ওই ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করবেন ববি। 'ওয়ার ২'-এ তাঁকে দেখা যায়, একটি বাচ্চা মেয়ের সঙ্গে গোপন তথ্য আদানপ্রদান করতে। নেটপাড়ায় তাই জল্পনা এই মেয়েটিই 'আলফা'য় আলিয়া ভাটের চরিত্রটি। পরে 'আলফা'য় ববির সঙ্গে আলিয়ার মুখোমুখি লড়াই হতে পারে।
আইনি তলব আরমানের বিরুদ্ধে

জনপ্রিয় ইউটিউবার এবং বিগ বস ওটিটি ৩-খ্যাত আরমান মালিক এবং তাঁর দুই স্ত্রী পায়েল এবং কৃতিকা মালিককে দুটি পৃথক মামলায় পাতিয়ালা জেলা আদালতে তলব করা হয়েছে। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, তিন জনকেই ২ সেপ্টেম্বর হাজিরা দিতে বলা হয়েছে। ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ তুলে তলব দভিন্দর রাজপুত নামে এক ব্যক্তির দায়ের করা একটি পিটিশনের পরিপ্রেক্ষিতে এই সমন জারি করা হয়েছে, যিনি অভিযোগ করেছেন যে আরমান মালিকের কেবল দুটি নয়, চারটি বিয়ে রয়েছে, যা হিন্দু বিবাহ আইন লঙ্ঘন করেছে। কারণ হিন্দু ধর্ম অনুশীলনকারী ব্যক্তিদের কেবল একটি বিয়ের অনুমতি রয়েছে। আবেদনকারীর দাবি, এই কাজ ধর্মীয় বিশ্বাসের অবমাননা এবং ভারতীয় আইনে শাস্তিযোগ্য অপরাধ।ঘটনার পরিপ্রেক্ষিতে, আরমান ও পায়েল মালিক জনসমক্ষে প্রায়শ্চিত্তের উদ্যোগ নেন। ২২ জুলাই তারা পাতিয়ালার প্রখ্যাত কালী মন্দিরে গিয়ে প্রার্থনা করেন এবং নিজেদের কর্মকাণ্ডের জন্য ক্ষমা প্রার্থনা করেন।
আরও পড়ুন: ‘বিপাশার চেহারা পুরুষালি, ওঁর থেকে আমি ভাল’ কটাক্ষ ম্রুণালের, শোনামাত্রই রেগেমেগে মুখ খুললেন ‘বিপস’!
দুর্ঘটনার মুখে শিল্পা
সম্প্রতি এক ভয়ানক দুর্ঘটনার সম্মুখীন হন বলিউডের অভিনেত্রী শিল্পা শিরোদকর। মুম্বইতে বাসের ধাক্কায় তাঁর গাড়ি ভেঙে চুরমার। সিটিফ্লো নামের সেই বাস হঠাৎই এসে দুরন্ত গতিতে এসে তাঁর গাড়িতে ধাক্কা মারে। সমাজমাধ্যমে এই ঘটনা জানিয়ে ছবি ভাগ করেছেন অভিনেত্রী। শিল্পা ইতিমধ্যেই মুম্বই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন বলে জানা গিয়েছে। এমনকী, সমাজমাধ্যমে তাঁর ক্ষতিগ্রস্ত গাড়ির ছবিও তিনি শেয়ার করেছেন। তিনি লেখেন, ‘আজ একটি সিটিফ্লো বাস আমার গাড়িতে ধাক্কা দেয়। আর এই বাস সংস্থার মুম্বই অফিসের প্রতিনিধিত্বকারী মি. যোগেশ কদম এবং মি. বিলাস মানকোট আমাকে বলেছেন যে এটা তাদের সংস্থার দায় নয়। এটা সেই বাসচালকের দায়। এরা কতটা নিষ্ঠুর হতে পারে ? একজন বাসচালক কত টাকাই বা আয় করেন !' তিনি আরও লেখেন, ‘মুম্বই পুলিশকে ধন্যবাদ তারা আমাকে কোনও সমস্যা ছাড়াই থানায় অভিযোগ দায়ের করতে সাহায্য করেছেন। কিন্তু বাস সংস্থা এই দুর্ঘটনার কোনওরকম দায় নিতে অস্বীকার করেছে। সৌভাগ্যক্রমে আমার কর্মীরা ভাল আছেন, আহত নন কেউ।
