নিজস্ব সংবাদদাতা: ফের শোকের ছায়া বিনোদন জগতে। ২৩ ডিসেম্বর সোমবার, শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন পরিচালক, লেখক শ্যাম বেনেগাল। মুম্বই সংবাদমাধ্যমের কাছে তাঁর পরিবার জানিয়েছেন মুম্বইয়ের এক হাসপাতালে ৬:৩০ নাগাদ মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯০ বছর। 

 

গত ১৪ ডিসেম্বরে ৯০ বছর বয়সে পদার্পণ করেছিলেন পরিচালক। ১৯৭০ থেকে ১৯৮০ দশকে ভারতীয় চলচ্চিত্র জগতকে তিনি উপহার দিয়েছেন একের পর এক সিনেমা। ৯০ বছর বয়সে পদার্পণ করেও তিনি নিজের কাজ নিয়ে এখনও ব্যস্ত ছিলেন। হাতে ছিল বেশ কয়েকটি কাজ। কিন্তু তার মাঝেই না ফেরার দেশে শ্যাম বেনেগাল।

 


তাঁর মৃত্যুতে শোকাহত গায়ক নচিকেতা চক্রবর্তী। আজকাল ডট ইন-কে তিনি জানান, পিতৃ স্থানীয় মানুষ ছিলেন বেনেগাল। তাঁর মৃত্যুতে স্মৃতির পাতা হাতড়ে নচিকেতা চক্রবর্তী বলেন, "'বোস দ্য ফরগটন হিরো' ছবির জন্য কলকাতায় যখন এসেছিলেন তিনি, সেই সময় পরিচয় হয় আমার সঙ্গে। ওঁকে গান শোনাই। টলিউড-বলিউডের বহু কলাকুশলীরা এদিন উপস্থিত ছিলেন। তখন খুব ধূমপান করতাম। শ্যাম বেনেগাল আমার গানের আগে কিছুতেই সিগারেট ছুঁতে দেননি। আমায় প্রশংসা করে বলেছিলেন, সাধারণ গায়ক নই। আমার গলায় জাদু আছে। আমি দার্শনিক" 

 

নচিকেতার কথায়, "খুব খারাপ লাগছে ভাবতে যে বেনেগাল স্যর আর নেই। অনেক কথা মনে পড়ে যাচ্ছে। মন খারাপ হয়ে যাচ্ছে।"