স্বাধীনতা দিবসে ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের ‘রঘু ডাকাত’ টিজার প্রকাশ, দেবের নতুন বিদ্রোহের গল্প

 

স্বাধীনতা দিবস ২০২৫-কে স্মরণীয় করে তুলতে শুক্রবার মুক্তি পেল ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত ‘রঘু ডাকাত’-এর অফিসিয়াল টিজার। টিজারের দৈর্ঘ্য মাত্র ১ মিনিট ৪৭ সেকেন্ড, কিন্তু তাতেই উঠে এসেছে ব্রিটিশ শাসকদের ভয়ঙ্কর দমননীতি, রক্তক্ষয়ী অত্যাচার এবং সেই অন্ধকারের মধ্যেই এক বিদ্রোহী যোদ্ধার উত্থান। সাধারণ মানুষকে রক্ষার দায়িত্ব কাঁধে তুলে নিয়ে, প্রতিশোধের আগুনে জ্বলে ওঠেন দেব—রঘু ডাকাতের ভূমিকায়।

 

চলচ্চিত্রে দেবের পাশাপাশি অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য, সোহিনী সরকার, ঈধিকা পল, ওম সাহানি, রূপা গাঙ্গুলি এবং অ্যালেক্স ও’নেল। অফিসিয়াল হ্যান্ডেল থেকে টিজারের সঙ্গে লেখা হয়েছে—

“বিদ্রোহ তাঁর শিরায়, প্রতিবাদ তাঁর রক্তে। আসছে রঘু ডাকাত।”

 

এসভিএফ এবং দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারসের যৌথ প্রযোজনায় তৈরি এই ছবি দেব এবং ধ্রুব বন্দ্যোপাধ্যায়—দুজনেরই দীর্ঘদিনের স্বপ্নের প্রকল্প। প্রথম ঘোষণা হয় ২০২১ সালে, কিন্তু নানা কারণে শুটিংয়ের কাজ শুরু হতে দেরি হয়। অবশেষে এ বছর শুটিং ফ্লোরে যায় ছবিটি।

 

এর আগেও ধ্রুব ও দেব একসঙ্গে কাজ করেছেন পিরিয়ড স্পোর্টস ড্রামা ‘গোলন্দাজ’-এ, যেখানে দেব অভিনয় করেছিলেন ‘ভারতের ফুটবলের জনক’ নাগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর চরিত্রে।

 

এই দুর্গাপুজোয় বক্স অফিসে ‘রঘু ডাকাত’-এর মুখোমুখি হতে চলেছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ‘রক্তবীজ ২’, এবং শুভ্রজিৎ মৈত্রর ‘দেবী চৌধুরাণী’। ফলে উৎসবের মরসুমে দর্শকদের জন্য অপেক্ষা করছে এক জমজমাট সিনেমা-যুদ্ধ।

 

'ধূমকেতু' মুক্তির পরই টলিউডে আবার ঝড়। এবং মুখোমুখি টলিউডের দুই মেগাস্টার ও সুপারস্টার দেব-জিৎ। ডাকাত হয়ে বক্স অফিস রাজ করতে চলেছেন কে? একই দিনে প্রকাশ্যে এল ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত 'রঘু ডাকাত'-এর টিজার ও অন্যদিকে পথিকৃত বসু পরিচালিত 'কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত' ছবিতে জিতের লুকের এক ঝলক। 

 

অন্যদিকে বৃহস্পতিবার দর্শক দেখেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় জুটির আগামী ছবি 'রক্তবীজ ২'-এর টিজার। যেখানে পর্দায় একে অপরের মুখোমুখি হচ্ছেন আবির চট্টোপাধ্যায় ও অঙ্কুশ হাজরা। তবে বাস্তবে পুজোয় দেবের মুখোমুখি হতে চলেছেন আবির-অঙ্কুশ। টলিউডের যেন চলছে হাড্ডাহাড্ডি লড়াই। সবচেয়ে ভাল কথা, এই প্রত্যেকটি ছবির জন্য অপেক্ষা করে রয়েছেন দর্শক।