নিজস্ব সংবাদদাতা: পুজো আসতেই যেন এক পলকে শেষ। বিজয়ার বাদ্যি বেজেছে। উমাকে বিদায় জানানোর পালা এসেছে। তাই বরণ, সিঁদুর খেলায় মাতলেন টলি নায়িকারা। কেউ বাড়ির পুজোয়, কেউ আবার শহরের বাইরেই মাতলেন বিজয়ার আনন্দে। সেই মুহূর্তের সাক্ষী নেটিজেনদের ও করলেন তাঁরা।
এদিন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে দেখা গেল দুই ছেলে-মেয়ে ইউভান ও ইয়ালিনিকে নিয়ে মন্ডপে আসতে। পায়ে আলতা পরে দেবী বরণও করলেন তিনি। দিদি দেবশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে মেতে উঠলেন সিঁদুর খেলায়। এমনকী এদিন স্বামী রাজ চক্রবর্তীর সঙ্গেও একফ্রেমে ধরা দিলেন অভিনেত্রী। সকলকে বিজয়ার শুভেচ্ছা জানাতেও ভুললেন না শুভশ্রী।
ধর্ম নিয়ে নানাভাবে বিদ্বেষের শিকার হয়েছেন অভিনেত্রী নুসরত জাহান। কিন্তু কোনওদিনই এইসব বিষয়কে গুরুত্ব দেননি তিনি। এইবারও তার অন্যথা হল না। যশের পাশে দাঁড়িয়ে বরণ ডালা হাতে অনুরাগীদের বিজয়ার শুভেচ্ছা জানালেন নুসরত। এইবছর পুজোটা পরিবারের সঙ্গেই কাটিয়েছেন তিনি, তা বুঝিয়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়ার পোস্টেই। লাল-সাদা শাড়ি আর সোনালি গয়নায় এদিন সেজেছিলেন অভিনেত্রী। সেই সঙ্গে যশের পরনে ছিল সাদা শার্ট ও ডেনিম।
এদিন সিঁদুরে রাঙা হলেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীও। লাল পাড় সাদা শাড়ি আর সোনালি গয়নায় যেন অপরূপা তিনি। সিঁদুর খেলার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে তিনি লেখেন, "সবাইকে মা রাখিস সুখে, বিজয়া আজ মিষ্টি মুখে। শুভ বিজয়া।"
অন্যদিকে শ্বশুরবাড়িতে প্রথমবার পুজো করলেন অভিনেত্রী শ্রুতি দাস। দেবীকে বরনের সময় নিজের মেয়ের মতো আগলে রাখতে দেখা গেল শ্রুতিকে। বাড়ির মেয়েকে বিদায় জানালেন হাসি মুখেই। স্বামী স্বর্ণেন্দু সমাদ্দারের হাত থেকে দেবীর সামনেই সিঁদুর পড়লেন শ্রুতি।
টলিউড ছেড়ে বলিউডে পাড়ি দিয়েছেন অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়। হিন্দি টেলিভিশনে কাজ করে ইতিমধ্যেই পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি। এই বছর কাজের সূত্রেই তাই মুম্বইয়ে অভিনেত্রী। কলকাতার পুজো দেখা না হলেও, মুম্বইয়ের পুজোয় চুটিয়ে আনন্দ করলেন তিনি। দশমীর ধুনুচি নাচ থেকে শুরু করে সিঁদুর খেলা, এমনকী ঢাকের তালে পা মেলাতেও দেখা গেল তাঁকে।
