নিজস্ব সংবাদদাতা: আর জি কর-এর মর্মান্তিক কাণ্ডের প্রতিবাদে সরব রাজ্যবাসী। রাজ্য ছাড়িয়ে প্রতিবাদ ছড়িয়েছে দেশের নানা প্রান্তেও। এই প্রতিবাদে প্রথমদিন থেকেই ন্যায়ের পক্ষে সরব ছিল টলিউড। ১৪ আগস্ট 'মেয়েদের রাত দখল' আন্দোলনে সামিল হয়েছেন বহু টলি তারকা।
এদিন যাদবপুরের 'রাত দখল' মিছিলে দেখা গিয়েছিল অভিনেত্রী সোহিনী সরকারকে। এদিন প্রতিবাদ মিছিলে আওয়াজ ওঠে, এই প্রতিবাদ মেয়েদের স্বাধীনতার লড়াই। এই লড়াইকে সমর্থন করে এগিয়ে এসেছেন বহু পুরুষরাও। কিন্তু আজকের এই মিছিলেই কত পুরুষ যে মদ খেয়ে মেয়েদের গায়ে ঢলে পড়েছেন তার হিসেবে নেই। এই কথার সমর্থন করেছেন সোহিনী। তিনি বলেন, "পৈশাচিক মানসিকতাকে এবার দূরে সরিয়ে এগিয়ে আসতে হবে সমাজের পরিবর্তনে।"
আজ অর্থাৎ ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের দিন আবারও উঠে আসছে একটাই প্রশ্ন, 'সত্যিই কী স্বাধীন হয়েছে দেশ'? আর জি কর কাণ্ডের প্রতিবাদে আবারও পথে নামতে চলেছেন সোহিনী। আজ বিকেল ৫:৩০টায় এসপ্লানেড থেকে আর জি করের দিকে পায়ে হেঁটে যাবেন তিনি। সারারাত থাকবেন আর জি করেই। এই পদক্ষেপের বিষয়ে আজকাল ডট ইনকে সোহিনী জানান, তিনি ন্যায়বিচারের প্রতিবাদে সামিল হয়েছেন। তাঁর সঙ্গে শুরু থেকে যাঁরা লড়াই করছেন, প্রত্যেকে থাকবেন জোট বেঁধে।
প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গিয়েছে তারকাদের প্রতিবাদ। আর জি করের চিকিৎসকদের সুরক্ষার্থে, প্রমাণ লোপাটের বিরুদ্ধে আজও সারা রাত জাগার পরিকল্পনায় এগিয়েছেন সবাই। আজকের প্রতিবাদে অংশ নিতে থাকছেন শোভন গঙ্গোপাধ্যায়, বিরসা দাশগুপ্ত, অনিন্দ্য চট্টোপাধ্যায় সহ আরও অনেকে।
এদিন যাদবপুরের 'রাত দখল' মিছিলে দেখা গিয়েছিল অভিনেত্রী সোহিনী সরকারকে। এদিন প্রতিবাদ মিছিলে আওয়াজ ওঠে, এই প্রতিবাদ মেয়েদের স্বাধীনতার লড়াই। এই লড়াইকে সমর্থন করে এগিয়ে এসেছেন বহু পুরুষরাও। কিন্তু আজকের এই মিছিলেই কত পুরুষ যে মদ খেয়ে মেয়েদের গায়ে ঢলে পড়েছেন তার হিসেবে নেই। এই কথার সমর্থন করেছেন সোহিনী। তিনি বলেন, "পৈশাচিক মানসিকতাকে এবার দূরে সরিয়ে এগিয়ে আসতে হবে সমাজের পরিবর্তনে।"
আজ অর্থাৎ ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের দিন আবারও উঠে আসছে একটাই প্রশ্ন, 'সত্যিই কী স্বাধীন হয়েছে দেশ'? আর জি কর কাণ্ডের প্রতিবাদে আবারও পথে নামতে চলেছেন সোহিনী। আজ বিকেল ৫:৩০টায় এসপ্লানেড থেকে আর জি করের দিকে পায়ে হেঁটে যাবেন তিনি। সারারাত থাকবেন আর জি করেই। এই পদক্ষেপের বিষয়ে আজকাল ডট ইনকে সোহিনী জানান, তিনি ন্যায়বিচারের প্রতিবাদে সামিল হয়েছেন। তাঁর সঙ্গে শুরু থেকে যাঁরা লড়াই করছেন, প্রত্যেকে থাকবেন জোট বেঁধে।
প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গিয়েছে তারকাদের প্রতিবাদ। আর জি করের চিকিৎসকদের সুরক্ষার্থে, প্রমাণ লোপাটের বিরুদ্ধে আজও সারা রাত জাগার পরিকল্পনায় এগিয়েছেন সবাই। আজকের প্রতিবাদে অংশ নিতে থাকছেন শোভন গঙ্গোপাধ্যায়, বিরসা দাশগুপ্ত, অনিন্দ্য চট্টোপাধ্যায় সহ আরও অনেকে।
