নিজস্ব সংবাদদাতা: বহুদিন পর এসভিএফের প্রযোজিত ছবিতে পরিচালনা করছেন রাজ চক্রবর্তী। আগেই খবর ছিল, এবার বাবা-ছেলের সম্পর্কের টানাপোড়েনই রাজ ফুটিয়ে তুলবেন বড়পর্দায়। তবে এই ছবির আসল চমক হল কোর্টরুম ড্রামা। গল্পে দেখা যাবে, বয়স্ক মা-বাবার দেখভাল করে না ছেলে। তাই নিজের সন্তানের নামেই মামলা করেছে বৃদ্ধ বাবা। 

 

 

 

গল্পে 'শরদিন্দু বোস'-এর চরিত্রে দেখা যাবে মিঠুন চক্রবর্তীকে। আর তাঁর হয়ে মমলা লড়বেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় ওরফে 'ইন্দ্রানী সেন'। আরও একবার নিজের চেনা ছক ভাঙলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সঙ্গে পাল্লা দিলেন ঋত্বিক চক্রবর্তী। অন্যদিকে, বরাবরের মতোই দর্শক পর্দায় দেখবেন মিঠুন ম্যাজিক। 

 

 

ছবিতে মিঠুনের স্ত্রীর চরিত্রে দেখা যাবে অনসূয়া মজুমদারকে। আর ঋত্বিকের স্ত্রী অর্থাৎ মিঠুনের বউমা হিসেবে থাকছেন ছোটপর্দার পরিচিত মুখ অহনা দত্ত। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সোহিনী সেনগুপ্ত। ছবির গানের দায়িত্বে জিৎ গঙ্গোপাধ্যায়।

 

 

এবার মুক্তি পেল ছবির প্রথম গান 'ঠাকুর থাকবে কতক্ষণ'। গানে আবার ফিরে এল পুজোর রেশ। দুর্গাপুজোর আবহে তৈরি এই গান লিখেছেন প্রিয় চট্টোপাধ্যায়। সুর দিয়েছেন জিৎ গঙ্গোপাধ্যায়। গেয়েছেন অমিত কুমার ও জিৎ গঙ্গোপাধ্যায়। জমাটি এই গানে বহু বছর পর নাচের ছন্দে পা মেলাতে দেখা গেল মিঠুন চক্রবর্তীকে। ৭৪ বছর বয়সে সেই পুরনো মেজাজে ধরা দিলেন অভিনেতা। ছবির গানের সঙ্গে উপরি পাওনা হিসাবে যোগ হল 'মহাগুরু'র নাচ।‌ মিঠুন চক্রবর্তীর প্রশংসায় তাই পঞ্চমুখ নেটিজেনরা।আগামী ২০ ডিসেম্বর বড়পর্দায় মুক্তি পেতে চলেছে 'সন্তান'।