'স্ত্রী ২' ছবিতে 'আজ কী রাত' গানে আইটেম নেচে দর্শকের মনে ঝড় তুলেছিলেন অভিনেত্রী তমন্না ভাটিয়া। দক্ষিণী ছবির জগতে নিজের পরিচিতি আগেই গড়েছেন তিনি। তবে বলিউডেও তাঁর অনুরাগী সংখ্যা কম নেই। বরাবরই তাঁর কাজের থেকে বেশ ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলী অনুরাগীরা। তাই নেটপাড়ায় বেশ চর্চায় থাকেন তমন্না। এবারও উঠে এল তাঁর ব্যক্তিগত জীবনের এক গোপন কথা। 

 

 

 

অভিনেত্রী তমন্না ভাটিয়া সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের প্রেম জীবন ও অতীতের কিছু গুজব নিয়ে মুখ খুলেছেন। বিজয় বর্মার সঙ্গে দীর্ঘ দু'বছর সম্পর্কে থাকার পর তাঁদের বিচ্ছেদ হয়। শোনা যায়, তমন্না বিয়ে করতে চাইলেও বিজয় ছিলেন প্রস্তুত নন, আর সেখান থেকেই সম্পর্কে ফাটল ধরে।

 

 

 

দক্ষিণী চলচ্চিত্রে সমানভাবে সাফল্য অর্জন করা অভিনেত্রী তমন্না ভাটিয়া নানা সময়েই নানা গুজবে জড়িয়েছেন। তবে সবচেয়ে বেশি চর্চায় আসে তার নাম ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি এবং পাকিস্তানি ক্রিকেটার আবদুল রাজ্জাকের সঙ্গে তার সম্পর্ক নিয়ে। এবার এই সমস্ত গুজব নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।

 

 

আরও পড়ুন: অভিনয় ছেড়ে চা বানাচ্ছেন রাজদীপ গুপ্ত! হঠাৎ কেন এমন হাল অভিনেতার?

 

এক সাক্ষাৎকারে বিরাট কোহলির সঙ্গে প্রেমের গুজব নিয়ে তামান্না বলেন, "যখন এমনটা শুনি, খুব খারাপ লাগে, কারণ আমি ওঁর সঙ্গে মাত্র একদিনের জন্য দেখা করেছিলাম। তারপর আর কখনও দেখা হয়নি, না কথা হয়েছে, না সাক্ষাৎ।"

 

 

 

তিনি আরও বলেন, "২০১০ সালে একটি বিজ্ঞাপনের শুটিংয়ে প্রথম ও শেষবার বিরাটের সঙ্গে তার দেখা হয়েছিল, সেই সময়কার একটি ছবিই গুজবের জন্ম দেয়।" তমন্নার কথায়, এরপর আর কোনওদিন ওঁর সঙ্গে আমার দেখা হয়নি, কথাও হয়নি।" ওই সাক্ষাৎকারে এই মন্তব্যের মাধ্যমে তমন্না পরিষ্কার জানিয়ে দেন, বিরাট কোহলির সঙ্গে তাঁর কোনও সম্পর্কই ছিল না, সবটাই গুজব।‌

 

 

 

অন্যদিকে, আবদুল রাজ্জাকের সঙ্গে গোপনে বিয়ের গুজব নিয়েও তামান্না মন্তব্য করেন। তিনি জানান, কয়েক বছর আগে এক গয়নার দোকানে রজ্জাকের সঙ্গে দেখা হয়েছিল। সেটির ছবি ছড়িয়ে পড়তেই ছড়িয়ে পড়ে গুজব, তমন্না নাকি গোপনে তাঁকে বিয়ে করেছেন! এমনটাও শোনা যায় সেই সময়।

 

 

 

নিজের সম্পর্কে গুজব ছড়িয়ে পড়া প্রসঙ্গে কথা বলতে গিয়ে তমন্না বলেন, "আপনি সব সময় ভাল কিছুতে প্রতিক্রিয়া দেখাতে পারবেন না। বরং যত গুজব, গুঞ্জনের প্রতি বেশি আগ্রহী হয়ে পড়েন নেটিজেনরা। আমি মাঝে মাঝে গুগল করে দেখি মানুষ আমার সম্পর্কে কী ভাবছেন। দেখে নিজেই অবাক হয়ে যাই। তবে জীবনে চলার পথে তো থেমে থাকলে মোটেই চলবে না। তাই এসব ভুয়ো খবর, কটাক্ষকে গায়ে না মেখে, এগিয়ে যাওয়াই ভাল।"

 

 

 

 

প্রসঙ্গত, টিনসেল টাউনের চর্চিত জুটি ছিলেন অভিনেত্রী তমান্না ভাটিয়া এবং অভিনেতা বিজয় বর্মা। 'লাস্ট স্টোরিজ ২’-এ প্রথমবার একসঙ্গে অভিনয় করতে দেখা যায় বিজয়-তমন্নাকে। সেইসময় তাঁদের রসায়ন নজর কেড়েছিল দর্শকের। সেই সিরিজের শুটিং সেট থেকেই প্রেমে পড়েন দু'জন। যদিও কখনওই নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কথা বলেননি কেউই। 

 

 

 

 

এতদিন হাসিমুখে বহু অনুষ্ঠানে ধরা দিয়েছেন তাঁরা। কিছুদিন আগেই জানা গিয়েছিল, বিচ্ছেদের পথে হেঁটেছেন এই জুটি। এই জল্পনা সেই সময় ছিল তুঙ্গে। বলিপাড়ার অন্দরের খবর, বহুদিন আগেই আলাদা হয়েছে বিজয়-তমন্নার পথ।

 

 

 

 

জানা যাচ্ছে, তমান্না নাকি তাড়াতাড়ি বিয়ে করে সংসার শুরু করতে চেয়েছিলেন। কিন্তু এখনও প্রস্তুত নন বিজয়। তাই বিচ্ছেদের পথে হাঁটলেন জুটিতে। কিছুদিন আগে এক সাক্ষাৎকারে নিজের 'এক তরফা' ভালবাসার কথাও প্রকাশ করেছিলেন তমান্না।