সংবাদসংস্থা মুম্বই: একের পর এক দুঃসংবাদ বিনোদন জগতে। কয়েকদিন আগেই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন হিন্দি টেলিভিশন ও তেলুগু ছবির অভিনেত্রী সানা মকবুল। দীর্ঘদিন ধরে অটোইমিউন হেপাটাইটিসে ভুগছেন সানা। তবে এবার একেবারে বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছেছে তাঁর রোগ। জানা যাচ্ছে, লিভার সিরোসিসে আক্রান্ত অভিনেত্রী। অটোইমিউন হেপাটাইটিস থেকে শুরু হওয়া তাঁর শারীরিক জটিলতা এখন লিভার সিরোসিসে রূপ নিয়েছে বলে জানা গিয়েছে।
এক সাক্ষাৎকারে সানা মকবুল জানান, “আমি কিছুদিন ধরে অটোইমিউন হেপাটাইটিসে ভুগছি। আমার শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা এখন আমার লিভারকেই আক্রমণ করছে। ফলে বর্তমানে আমার লিভার সিরোসিস ধরা পড়েছে।”
তিনি আরও বলেন, “আমার পরিবারের সমর্থনই এখন সবচেয়ে বড় শক্তি। আমার মা খুব একটা কিছু বলেন না, কিন্তু তার নীরবতা গভীর সাহস জোগায়। আর আমার বাবা সবসময় সাহসী চেহারা ধরে রাখেন, যদিও ভিতরে চিন্তিত থাকেন। তাঁরা আমাকে একা অনুভব করতে দেন না।”
মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করা সানা মকবুল এর আগে ‘বিগ বস ওটিটি’র তৃতীয় সিজনে অংশ নিয়েছেন। দক্ষিণ ভারতীয় বেশ কিছু ছবিতে কাজ করার পর ‘নেমেসিস’ ছবির মাধ্যমে তার বলিউডে অভিষেক হওয়ার কথা রয়েছে। এর মধ্যেই অভিনেত্রীর অসুস্থতার খবরে চিন্তার ভাঁজ পড়েছে অনুরাগী মহলেও। সানার দ্রুত আরোগ্য কামনা করছেন তাঁরা।
