সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?

'রামায়ণ'-এ 'সীতা'র আয়


রণবীর কাপুর এবং যশ অভিনীত ‘রামায়ণ’-এর প্রথম লুক প্রকাশের পর থেকেই ভক্তরা উচ্চমানের ভিএফএক্স এবং গান নিয়ে রোমাঞ্চিত। সবচেয়ে ব্যয়বহুল ছবি হতে চলেছে এটি। এই ছবিটি ১৬০০ কোটি টাকা বাজেটে তৈরি করা হচ্ছে বলে আগেই জানা গিয়েছিল। ছবির দুটি পর্বের জন্য রণবীর কাপুর ৭৫ কোটি টাকা করে নিয়েছেন। অর্থাৎ, মোট ১৫০ কোটি টাকা তিনি এই ছবি থেকে আয় করছেন। সীতার চরিত্রে অভিনয় করা সাই পল্লবীর পারিশ্রমিক সেই তুলনায় অনেক কম। তিনি প্রতি পর্বের জন্য ৬ কোটি টাকা করে নিচ্ছেন, অর্থাৎ তাঁর মোট আয় ১২ কোটি টাকা।


আসছে 'রিভার্স মস্তি' 


ফের জুটিতে রিতেশ দেশমুখ, বিবেক ওবেরয় ও আফতাফ শিবাদাসানি। আসছে 'রিভার্স মস্তি'। ছবির চতুর্থ সিক্যুয়েলে থাকছে জোরদার চমক। জানা যাচ্ছে, ইতিমধ্যেই কথাবার্তা চূড়ান্ত হয়ে গিয়েছে এই ছবির। এবারও বিয়ে ও পরকীয়ার মাঝে তিন নায়কের পরিণতি নিয়ে এগোবে গল্প। তবে এবার নায়িকাদের চরিত্রে কাদের দেখা যাবে তা জানা যায়নি।


অবসর প্রসঙ্গে বিক্রান্ত


গত বছরের শেষে বিক্রান্ত ম্যাসি হঠাৎই সমাজমাধ্যমে অভিনয় থেকে অবসর ঘোষণা করেছিলেন। যা রীতিমতো সাড়া ফেলে দিয়েছিল তাঁর অনুরাগীদের মধ্যে। যদিও তারপর এ নিয়ে অনেক জলঘোলা হয়। কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে বিক্রান্ত জানান, তিনি আগেও অভিনয় ছাড়েননি, এখনও ছাড়ছেন না। অভিনয়কে ঘিরেই এগোবেন। অভিনেতার এই মন্তব্যের জেরে প্রশ্ন উঠছে, তিনি কি তাহলে অবসর নিয়ে ভুয়ো তথ্য দিয়েছিলেন?