সংবাদসংস্থা, মুম্বই: ১৪ জুন ২০২০! অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে কেঁপে উঠেছিল গোটা বলিউড। একটা ঝলমলে মানুষ কীভাবে আত্মহত্যা করেন? যিনি "ছিছোড়ে"র মতো চিত্রনাট্যের অন্যতম মুখ, তিনি কীভাবে এরকম একটা সিদ্ধান্ত নিতে পারেন? সব প্রশ্ন যেন ওলটপালট করে দিয়েছে অভিনেতার অনুরাগীদের। সে সময়ে, তাঁর মৃত্যুর পরে সিবিআই এই মামলার তদন্তের দায়িত্ব নেয়। এবং অভিনেত্রী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে একটি লুকআউট সার্কুলার (LOC) জারি করে। অভিনেতার বান্ধবী এখন বম্বে হাইকোর্টে সার্কুলারটির অস্থায়ী স্থগিতাদেশ চেয়েছেন। কারণ তিনি ইভেন্টের জন্য বিদেশ ভ্রমণ করতে চান। উল্লেখযোগ্যভাবে, হাইকোর্ট ২০ ডিসেম্বর মামলার শুনানি করবে।
কেন্দ্রীয় তদন্ত সংস্থা ২০২০ সালে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরে অভিনেত্রীর বিরুদ্ধে বিজ্ঞপ্তি জারি করেছিল। মামলায় রিয়ার প্রতিনিধিত্বকারী আইনজীবী অভিনব চন্দ্রচুড় এই বিষয়ে মুম্বই সংবাদসংস্থার কাছে জানিয়েছেন যে, সিবিআই প্রায় তিন বছর আগে মামলাটি দায়ের করেছিল। এবং সেই সময়কালে সার্কুলার জারি হয়েছিল। এখন পর্যন্ত মামলার কোনও আপডেট পাওয়া যায়নি। তবে সিবিআইয়ের তরফে শ্রীরাম শিরসাত জানিয়েছেন যে, অভিনেত্রীর আবেদন নথিভুক্ত হয়েছে।
বিচারপতি অজয় গড়কড়ি এই বিষয়ে রিয়ার আইনজীবীর কাছে জানতে চেয়েছেন, মামলা নথিভুক্ত হওয়ার পরে অভিযুক্ত বিদেশ ভ্রমণ করেছিল কিনা। এবং এতে অভিনেত্রীর আইনজীবী ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। মামলায় জামিন পাওয়ার পর প্রায় দু"বার আদালতের অনুমতি পেয়েছিলেন অভিনেত্রী। এবার কী আদালতের সম্মতি পাবেন রিয়া? সেই উত্তরেরই অপেক্ষায় অনুরাগীরা।