নিজস্ব সংবাদদাতা: বাংলা ইন্ডাস্ট্রিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্তর জুটি বরাবরই 'সেরার সেরা' তকমা পেয়েছে। বহু বছর আগে ছবির জগতে পথচলা শুরু হয়েছে তাঁদের জুটির। যদিও মাঝে আর একসঙ্গে কাজ করতে দেখা যায়নি তাঁদের। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের হাত ধরে 'প্রাক্তন'-এর মাধ্যমে ফের একসঙ্গে কাজ শুরু করেছিলেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা।
এরপর বহুবার একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের। আবারও একবার বড়পর্দায় আসছে এই জুটি। তবে নতুন ছবিতে নয়, ২৫ বছরের পুরনো ছবিকে সঙ্গে নিয়েই ফিরছেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা। হরনাথ চক্রবর্তী পরিচালিত 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ' আবারও একবার মুক্তি পাচ্ছে বড়পর্দায়।
এসভিএফ-এর প্রযোজনায় ২৫ বছর পর ৩০ মে জামাইষষ্ঠীতে বড়পর্দায় আসছে ছবিটি। এই ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন রঞ্জিত মল্লিক, অনামিকা সাহা, অনুরাধা রায়, টোটা রায়চৌধুরী।
ছবির মূল ঘরানা ছিল কমেডি। এই ছবির গান 'চোখ তুলে দেখো না' আজও দর্শকের মুখে মুখে ফেরে। ভরপুর কমার্শিয়াল এই ছবি ২০০০ সালে মুক্তি পায়। সেই সময় বক্স অফিসে ঝড় তোলে প্রসেনজিৎ-ঋতুপর্ণার জুটি। ২৫ বছর পর পুণরায় মুক্তি পেয়ে দর্শকের থেকে কতটা ভালবাসা পায় এই ছবি, এখন সেটাই দেখার।
