নিজস্ব সংবাদদাতা: ২০ ডিসেম্বর মুক্তি পেয়েছে চারটি বাংলা ছবি, 'সন্তান', 'খাদান', 'চালচিত্র', '৫নং স্বপ্নময় লেন'। তবে 'খাদান' ও 'সন্তান' এই দুই ছবিকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে দর্শক মহলে। 'খাদান'-এর বিরুদ্ধে নাকি কথা বলেছেন রাজ চক্রবর্তী! সেই কারণে সমাজ মাধ্যমে পরিচালককে নানাভাবে আক্রমণ করা হয়। তবে এই বিষয় নিয়ে প্রথমবার কথা বললেন পরিচালক স্বয়ং।
এদিন 'সন্তান'-এর প্রিমিয়ারে টলিউডের একাধিক তারকাদের পাশাপাশি নিজের মাকেও ছবি দেখালেন রাজ। তাঁর কথায়, "মা বহুদিন হলে ছবি দেখতে আসেন না, বিশেষ করে শুভশ্রীর কথায় মাকে আজ সন্তান দেখাতে নিয়ে এলাম।" প্রথম দিন থেকেই সন্তান দেখে আবেগপ্রবণ হয়ে পড়ছেন সাধারণ মানুষ থেকে টলি তারকারা। হল থেকে বেরোনোর পর সকলের চোখে জল। সন্তানের এই সাফল্যে খুশি হওয়ার পাশাপাশি রাজ চক্রবর্তীকে নিয়ে যে ভুলবার্তা যাচ্ছে তা নিয়ে প্রথমবার কথা বললেন পরিচালক।
অনেকেই ভেবেছেন 'খাদান'-এর বিরুদ্ধে ইচ্ছে করে নানা ধরনের মন্তব্য করছেন রাজ চক্রবর্তী। এই বিষয়ে তিনি বলেন, "একটা বাংলা ছবির সঙ্গে অন্য বাংলা ছবির কোনও লড়াই নেই। এই লড়াই আমাদের সকলের একসঙ্গে। অনুরাগীরা অনেক সময় ভুল ভেবে ফেলেন। তবে আজ আমার টিম আমায় দেখাল যে যাঁরা ভুল বুঝে আমায় কটাক্ষ করেছিলেন তাঁরা নিজেরাই 'সন্তান' দেখে ক্ষমা চেয়েছেন আমার কাছে।"
তিনি আরও বলেন, "আসলে এটা পুরোপুরি ভুল বোঝাবুঝি। আমি কখনওই কাউকে নিয়ে বা কোনও ছবি নিয়ে খারাপ কথা বলিনি, আমি 'খাদান'-এর বিরুদ্ধে কখনও কোনও খারাপ কথা বলিনি। আবার বলছি আমার কথাকে ভুল মানে করা হয়েছে। আসলে অনুরাগীরা ভুল বুঝে এরকম করে ফেলেন অনেক সময়। তবে আমার মনে হয় এতে শাপে বর হয়েছে, দুটো বাংলা ছবিই দেখছেন দর্শক। শুধু তাই নয় আমি যা খবর পেয়েছি চারটি বাংলা ছবিই দর্শক দেখছেন এবং পছন্দ করছেন।"
