দেব এবং ইধিকা পাল। বর্তমানে তাঁদের রসায়ন নিয়ে চর্চার অন্ত নেই। টলিউডের অন্দরে গুঞ্জন, পর্দার সমীকরণ ছাপিয়ে গিয়েছে বাস্তবে। তাঁরা নাকি শুধুই আর সহকর্মী নন। চোখের আড়ালে নাকি ‘বিশেষ বন্ধুত্ব’ গড়ে উঠেছে নায়ক-নায়িকার। সেই জল্পনা সত্যি কি না জানা নেই, তবে আরও একবার তাঁদের রিলের প্রেম ছড়িয়ে দিল মুগ্ধতা। সৌজন্যে ‘রঘু ডাকাত’।
ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালতি ছবিটির নতুন গান ‘ঝিলমিল লাগে রে’-র টিজার মুক্তি পেয়েছে। প্রথম ঝলকে দেখা দেখা যায়, মায়াবী কোনও এক জঙ্গলে প্রিয়তমার অপেক্ষারত রঘু। পরনে সাদা ধুতি, কাঁধ ছোয়া চুল। অনাবৃত ঊর্ধ্বাঙ্গ। তার দিকে ছুটে আসে সৌদামিনী। তৈরি হয় প্রেম আর লাস্যের সুরেলা এক কবিতা। তবে এখনই তা সম্পূর্ণ প্রকাশ্যে নয়। অপেক্ষা করতে হবে ৬ সেপ্টেম্বর পর্যন্ত। নীলায়ন চট্টোপাধ্যায়ের তৈরি গানের কথা লিখেছেন প্রসেন। গেয়েছেন ঈশান মিত্র এবং সুচিস্মিতা চক্রবর্তী।
আজকাল ডট ইন-কে ইধিকা বলেছিলেন, “ছবিটি নিয়ে এখনই খুব বেশি কিছু বলতে পারব না। তবে এটুকু বলতে পারি, খুব মন দিয়ে চরিত্রটি করার চেষ্টা করেছি। ট্রেলারে নিজেকে খুবই ভাল লেগেছে। আমার পরিবারের লোকজন, বন্ধুবান্ধব, ভাইবোনেরাও খুব উত্তেজিত। এরকম লুকে আমায় আগে কখনও দেখা যায়নি। তাই প্রথমবার আমায় এভাবে দেখে সকলেরই খুব ভাল লেগেছে।”
গত বছর ‘খাদান’-এ দেবের নায়িকা হয়ে আরও একবার দর্শকের মন জয় করে নেন ইধিকা। আপাতত ‘রঘু ডাকাত’ মুক্তির অপেক্ষা। অর্থাৎ দেবের সঙ্গেই আরও একটি কাজ। অনেকেই মনে করছেন, ইধিকা নাকি টলিউডের ‘লাকি চার্ম’। নায়িকাও কি সহমত? ‘কিশোরী’র কথায়, “আমি শুধু ভাল কাজ করতে চাই। যাতে এভাবেই সকলে আমাকে আরও উৎসাহ দেন। নিজের কাছে এর থেকে বেশি কিছু আর চাওয়ার নেই।”
‘রঘু ডাকাত’-এ ধরা দিয়েছেন অচেনা ইধিকা। চিরাচরিত ছক ভেঙে নতুন চরিত্র হয়ে ওঠার যাত্রা কি খুব বন্ধুর? নায়িকার সহজ উত্তর, “এই ধরনের চরিত্র করতে গিয়ে আলাদা কোন ধরনের প্রস্তুতি নিই, সেটা বলা খুব কঠিন। যে কোনও চরিত্রই কোনও একটি জায়গার উপর ভিত্তি করে তৈরি হয়। সেই জায়গার মানুষেরা কী ভাবে কথা বলেন, কী ভাবে থাকেন, সেগুলো লক্ষ্য করতে হয়। তাঁদের যাপনের ভঙ্গিটা রপ্ত করতে হয়। আমার চরিত্রগুলোর সঙ্গে আমি একটা মানসিক সংযোগস্থাপনের চেষ্টা করি। যাঁরা ভরসা করে আমায় এই ধরনের চরিত্র করার প্রস্তাব দিচ্ছেন, তাঁদের সেই আস্থা রাখতে পারাটাও আমার দায়িত্ব।”
দেবও এই ছবির জন্য নিজেকে পুরোপুরি ভাবে ভেঙে আবার নতুন ভাবে গড়েছেন। তাঁর সুঠাম চেহারা, চোখে দৃঢ় প্রত্যয় আর আগুন ঝরানো অভিব্যক্তিই তার জ্বলন্ত প্রমাণ। দিন কয়েক আগেই মুক্তি পেয়েছে ছবির ‘জয় কালী’ গানটি। খড়্গ হাতে দেবী বন্দনায় বিশ্বাসযোগ্য অভিনেতা। নিজেকে সম্পূর্ণ ভাবে সঁপে দিয়েছেন চরিত্রের কাছে। ‘খাদান’-এর পর ফের ‘রঘু ডাকাত’-এর এই গানে মনপ্রাণ দিয়ে নাচতে দেখা গেল তাঁকে।
