টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
ববি-পুত্রের ভবিষ্যৎ
অনেকেই মনে করেছিলেন হারিয়ে গিয়েছেন ববি দেওল। তবে সকলকে ভুল প্রমাণ করে ‘অ্যানিমাল’ এবং আরিয়ান খানের ‘দ্য ব্যাডস অফ বলিউড’-এর পর আবারও কেরিয়ারের দ্বিতীয় ইনিংসে দারুণ সাফল্য উপভোগ করছেন তিনি। সম্প্রতি তাঁর দুই ছেলে আর্যমান এবং ধরম দেওলকে নিয়ে খোলামেলা কথা বলেছেন অভিনেতা। এক সাক্ষাৎকারে তিনি তাঁদের পড়াশোনা এবং ভবিষ্যৎ কেরিয়ার নিয়ে নিজের মতামত শেয়ার করেন। এবং জানান, তাঁর দুই ছেলেই একেবারে ভিন্ন পথে এগোচ্ছেন।
এক সাক্ষাৎকারে ববি বলেন, তিনি সব সময়ই চেয়েছিলেন তাঁর ছেলেরা যেন পড়াশোনায় মন দেন, কিন্তু তাঁদের আগ্রহ অন্য জায়গায় ছিল। তিনি বলেন, “আমি চেয়েছিলাম আমার ছেলেরা ভাল করে পড়ুক। আমার ছোট ছেলে দ্বাদশ শ্রেণির পর পড়াশোনা বন্ধ করে দিয়েছে, কিন্তু আমার বড় ছেলে যে সব কলেজে আবেদন করেছিল, সব জায়গা থেকেই নির্বাচিত হয়েছিল। শেষমেশ সে নিউইয়র্ক ইউনিভার্সিটির স্টার্ন স্কুল অফ বিজনেসে ভর্তি হয়। আমি এই কলেজ সম্পর্কে খুব বেশি জানতাম না, কিন্তু যখন মানুষ বলত ‘ওহ, এটা দারুণ একটা কলেজ’, তখন বুঝলাম এটা কতটা নামী।”
ববি আরও জানান, তাঁর বড় ছেলে আর্যমান দেওল ইতিমধ্যেই ইন্ডাস্ট্রির নজরে এসেছে এবং তাঁকে অনেক ছবির প্রস্তাবও দেওয়া হচ্ছে, কিন্তু তিনি এখনই অভিনয়ে আসতে চাইছেন না।
তিনি বলেন, “ও এখন কাজ করছে, প্রশিক্ষণ নিচ্ছে। অনেক প্রস্তাব আসছে, কিন্তু আমি ওকে পরিস্থিতিতে ফেলে দিতে চাই না যেখানে ওর মনে হবে সাগরের মাঝে পড়ে সাঁতার জানে না। আমি চাই, ও আগে অভিনয়ের শিল্পটা ভালভাবে বুঝুক, তারপর নিজের প্রথম পদক্ষেপ করুক।”
তিনি আরও যোগ করেন যে, দুই ছেলেই সিনেমার প্রতি আগ্রহ দেখিয়েছেন, তবে তিনি চান তাঁরা যেন ভালভাবে প্রস্তুত হয়। কারণ তারকা-সন্তান হিসাবে তাঁদের অনেক চাপ সামলাতে হবে।
প্রয়াত পাঞ্জাবি গায়ক
প্রয়াত পাঞ্জাবি গায়ক রাজবীর জওয়ান্দা। মাত্র ৩৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জনপ্রিয় এই গায়ক গত মাসে সড়ক দুর্ঘটনার পর মোহালির এক হাসপাতালে আইসিইউ-তে জীবনযুদ্ধ চালাচ্ছিলেন। কিন্তু বুধবার সকালে তিনি কাছে হার মানেন। গায়কের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সাধারণ মানুষ থেকে শুরু করে তারকা এবং রাজনৈতিক নেতারা তাঁকে শ্রদ্ধা জানান।
২৭ সেপ্টেম্বর রাজবীরের মোটরসাইকেল হঠাৎ রাস্তায় উঠে আসা গবাদি পশুর সঙ্গে ধাক্কা খায়। এতে তাঁর মাথা এবং মেরুদণ্ডে গুরুতর আঘাত লাগে। চিকিৎসকরা তাঁর অবস্থা ‘অত্যন্ত সংকটজনক’ বলে জানিয়েছিলেন। দুর্ঘটনার পর থেকে তিনি মোহালির এক বেসরকারি হাসপাতালে ভেন্টিলেটর সাপোর্টে ছিলেন। অবশেষে ৮ অক্টোবর সকালে হাসপাতালেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পিছিয়ে গেল ‘দৃশ্যম ৩’-র ঘোষণা
‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজি বলিউডের অন্যতম সফল ক্রাইম থ্রিলার সিরিজ হিসাবে পরিচিত। এই ছবিটি একাধিক ভাষায় নির্মিত হয়েছে, যার মধ্যে বলিউড সংস্করণও রয়েছে। অজয় দেবগনকে দেখা গিয়েছে প্রথম এবং দ্বিতীয় দুই কিস্তিতেই। সম্প্রতি শোনা গিয়েছিল, তিনি ২ অক্টোবর ‘দৃশ্যম ৩’ ঘোষণা করবেন। কিন্তু পরিকল্পনা অনুযায়ী তা হয়নি।
জানা গিয়েছে, ‘দৃশ্যম ৩’ বর্তমানে কিছু সমস্যায় আটকে গিয়েছে। হিন্দি এবং মালয়ালম প্রযোজনা টিমের মধ্যে সৃজনশীল একটি শর্তের কারণে ছবির আনুষ্ঠানিক ঘোষণা স্থগিত রাখা হয়েছে।
এক অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, “মালয়ালম সংস্করণের নির্মাতা জিতু এবং অ্যান্টনি এবং হিন্দি রিমেকের প্রযোজক কুমার মঙ্গতের মধ্যে একটি সমঝোতা রয়েছে। জানা গিয়েছে, অ্যাডাপ্টেশনের শর্তে বলা আছে যে, হিন্দি টিম মূল নির্মাতাদের অনুমতি ছাড়া তাদের ছবির কনটেন্ট নিয়ে কোনও ঘোষণা করতে পারবে না।”
