সংবাদ সংস্থা মুম্বই: অ্যাকশন আর ড্রামা দিয়ে ‘সন অফ সর্দার’ মাতানোর পর আবারও হাসির তুরুপের তাস নিয়ে ফিরছেন অজয় দেবগণ! ‘সন অফ সর্দার ২’ নিয়ে আসছেন প্রেক্ষাগৃহে—আর এই সিক্যুয়েল এবার শুধুই নয় হাসির বন্যা, সঙ্গে থাকছে দারুণ চমকও। ২০১২-র ‘সন অফ সর্দার’-এর সরাসরি সিক্যুয়েল এটি, এবং মুক্তি পাচ্ছে ১২ জুলাই, ২০২৫!
এই ছবিতে অজয়ের বিপরীতে থাকছেন দুই নায়িকা! হ্যাঁ, ম্রুণাল ঠাকুর এ ছবিতে থাকছেন অন্যতম মুখ্য নারী চরিত্রে, তবে আরও একজন নায়িকাও থাকছেন আর তিনি হলেন পাঞ্জাবি ছবির জনপ্রিয় অভিনেত্রী নীরু বাজওয়া! একটি সূত্র জানিয়েছে, এই ছবিতে নীরু বাজওয়া হবেন অজয় দেবগণের স্ত্রীর ভূমিকায়। নীরু, যিনি ‘সর্দারজি’ ও ‘জাট অ্যান্ড জুলিয়েট’ ফ্র্যাঞ্চাইজির দৌলতে পাঞ্জাবি ছবির দর্শকের মণিকোঠায়, তিনি এবার বলিউডে ফিরছেন এই নজরকাড়া রোলে। মনে করিয়ে দিই, তাঁর বলিউডে প্রথম আত্মপ্রকাশ হয়েছিল ‘প্রিন্স: ইটস শোটাইম’ ছবিতে বিবেক ওবেরয়ের বিপরীতে, তবে সেই যাত্রা খুব একটা দীর্ঘস্থায়ী হয়নি।
এই ছবির মধ্য দিয়েই শেষবারের মতো দেখা যাবে প্রয়াত অভিনেতা মুকুল দেবকে। ২৩ মে ২০২৫-এ তাঁর প্রয়াণের পর ‘সন অফ সর্দার ২’ হয়ে উঠল এক আবেগঘন স্মৃতি। উল্লেখযোগ্যভাবে, তিনি প্রথম কিস্তিতেও অভিনয় করেছিলেন।এই হাসির অ্যাকশনধামাকায় আরও দেখা যাবে বিন্দু দারা সিং, রবি কিশন, শরৎ সাক্সেনা-র মতো জনপ্রিয় মুখদের।
প্রথমে শোনা গিয়েছিল সন অফ সর্দার ২-এর মুখোমুখি হবে সিদ্ধার্থ মালহোত্রা ও জাহ্নবী কাপুরের ‘পরম সুন্দরী’-র সঙ্গে। কিন্তু এখন তা পিছিয়ে গিয়েছে। ফলে, ‘সন অফ সর্দার ২’ একা মুক্তি পাচ্ছে ১২ জুলাই, এবং তাতে অজয়-ভক্তরা রীতিমতো উচ্ছ্বসিত!
