নিজস্ব সংবাদদাতা: সদ্য বড়পর্দায় মুক্তি পেয়েছে 'ভাগ্যলক্ষ্মী'। মৈনাক ভৌমিক পরিচালিত সেই থ্রিলার-ডার্ক কমেডি ঘরানার ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন ঋত্বিক চক্রবর্তী। আবার একই দিনে মুক্তি পেয়েছে জয়দীপ মুখোপাধ্যায়ের সাইকোলজিকাল ড্রামা’ ছবি 'অপরিচিত'। সেই ছবিতেও প্রধান চরিত্রে দেখা গিয়েছে ঋত্বিককে। প্রদীপ ভট্টাচার্যের পরিচালনায় তাঁর অভিনীত 'নধরের ভেলা' নির্বাচিতি হয়েছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটরডাম-এ ওয়ার্ল্ড প্রিমিয়ার বিভাগে।
তবে এবার ছোটদের ছবিতে অভিনয় করার ইচ্ছেপ্রকাশ করলেন ঋত্বিক চক্রবর্তী। আজকাল ডট ইন-কে বললেন, "আজকাল তো ছোটদের কথা ভেবে তাঁদের জন্য বাংলা ছবি তৈরি হয় না। খুব দুঃখের সেটা। আমরা যখন ছোট ছিলাম, তখনও কিন্তু হতো। কিন্তু এখন...কোথায়? আমার কিন্তু এরকম ছবিতে অভিনয়ের ভীষণ ইচ্ছে।ছোটদের জন্য ভেবেই যদি ছবি তৈরি করা হয়, আমি রাজি। আমার ছেলেও তো ছোট। তাই ওর বয়সীদের জন্য ছবি করার ব্যাপারে একটা বাড়তি আগ্রহ তো কাজ করেই।"
ঋত্বিক চক্রবর্তীকে ছোটদের জন্য তৈরি ছবিতে অভিনয়ে রাজি করানোর শর্ত কী? আলতো হেসে অভিনেতার জবাব, " আমার শুধু ছবির গল্প, চিত্রনাট্য পছন্দ হলেই হবে।" কথাশেষে জানালেন, বাংলা ওয়েব সিরিজ 'মিঃ কলকেতা'ও কিন্তু মূলত ছোটদের জন্যই তৈরি করা ছিল। কিন্তু শুধুমাত্র সেই সিরিজে অভিনয় করে মন ভরেনি ঋত্বিকের। ছোটদের জন্য স্রেফ ওটুকু করেই থামতে নারাজ তিনি।
প্রসঙ্গত, চলতি মাসেই মুক্তি পাবে সৃজিত মুখোপাধ্যায়ের 'সত্যি বলে সত্যি কিছু নেই'। সৃজিতের এ ছবিতেও যথারীতি তারকার সমাহার। বাংলা বিনোদন দুনিয়ার এক মুঠো সেরা অভিনেতাদের নিয়েছেন তিনি। হলিউডের জনপ্রিয় ছবি ‘টুয়েলভ অ্যাংরি মেন’ অনুসরণে তাঁর আগামী ছবি ‘সত্যি বলে সত্যি কিছু নেই।’ এই ছবিতে 'সুমিত' রূপে দেখা যাবে ঋত্বিককে। এছাড়াও এইমুহুর্তে জোরকদমে চলছে সৃজিতের 'উইঙ্কল টুইঙ্কল' ছবির শুটিং। ব্রাত্য বসুর মূল নাটকে মূল নাটকে বাবার চরিত্রে অভিনয় করেছিলেন দেবশঙ্কর হালদার। সেই চরিত্রেই এবার বড়পর্দায় দেখা যাবে ঋত্বিককে। অন্যদিকে, ছেলের চরিত্রে ছিলেন রজতাভ দত্ত। সেখানে এবার পরমব্রত। হাতে পড়ে রয়েছে হইচই-এর 'অচিন্ত্য আইচ' সিরিজের সেকেন্ড সিজনের শুটিং।রয়েছে এসকে মুভিজ সংস্থার তিনটি ছবির কাজ।
