‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’ বর্তমানে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে প্রচারিত হচ্ছে এবং শো-এর নানা তারকাখচিত পর্ব দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এবার কপিল শর্মার এই শো-এর নতুন পর্বের অতিথি হিসেবে ছিলেন অভিনেত্রী পরিণীতি চোপড়া ও তাঁর স্বামী রাঘব চাড্ডা।

 


কিন্তু ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর শুটিংয়ের সময় ঘটে গেল এক অপ্রত্যাশিত ঘটনা। সাংসদ রাঘব চাড্ডার মা অর্থাৎ পরিণীতির শাশুড়ি ওই শো-এর সেটে হঠাৎ অসুস্থ বোধ করেন এবং সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার, যখন রাঘব চাড্ডা ও তাঁর স্ত্রী অভিনেত্রী পরিণীতি চোপড়া এই জনপ্রিয় কমেডি শো-র একটি বিশেষ পর্বের রেকর্ডিংয়ে অংশ নিচ্ছিলেন।

 

সেটে উপস্থিত থাকা এক সূত্র জানিয়েছে, শুটিং চলাকালীন আচমকাই রাঘব চাড্ডার মা অসুস্থ হয়ে পড়েন। তৎক্ষণাৎ তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে এখন তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।

 

আরও পড়ুন: এক বাড়িতে থাকলেও ঘরে থাকেন না অনুপম-কিরণ! দাম্পত্যের ৪০ বছর পর কি চিড় ধরল বর্ষীয়ান তারকার সংসারে?


এই ঘটনায় কিছু সময়ের জন্য শুটিং বন্ধ রাখতে হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে পুণরায় রেকর্ডিং শুরু হয়। রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়ার এই পর্বটিকে ঘিরে দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে। তাঁদের একসঙ্গে এই শো-তে যে দেখা যাবে তা আগেই প্রচার করা হয়েছিল। রাঘব ও পরিণীতি ২০২৩ সালে সাতপাকে বাঁধা পড়েন। এবং এরপর থেকেই তাঁরা নানা অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত হয়ে শিরোনামে উঠে আসছেন। তবে মায়ের অসুস্থতা ঘিরে রাঘব এই মুহূর্তে চিন্তিত এবং পরিবারের প্রতিই মনোনিবেশ করছেন।

 

প্রসঙ্গত, রাঘব চাড্ডাকে বিয়ে করার পর থেকেই বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া খবরে রয়েছেন। তাঁর গর্ভাবস্থার খবর প্রতিদিনই সংবাদের শিরোনামে দেখা যাচ্ছে। কখনও তাঁর গর্ভধারণের খবর ছড়িয়ে পড়ে তার এয়ারপোর্ট লুকের কারণে, আবার কখনও তাঁর খোলামেলা পোশাকের কারণে অভিনেত্রীকে নিয়ে নানা গুজব ছড়ায়। পরিণীতি চোপড়া বহুবার এই গুজব অস্বীকার করেছেন। কিন্তু তবুও গুঞ্জন যেন কমেই না। 

 

স্বামীর সঙ্গে তাঁর সম্পর্কের কথা বলতে গিয়ে পরিণীতি স্মৃতিচারণ করে বলেন, "লন্ডনের এক অনুষ্ঠানে আমাদের দেখা হয়েছিল। তবে সেখানে আমরা শুধুই একে অপরকে হাই বলে চলে গিয়েছিলান। তারপর আমিই কেবল এগিয়ে এসে ওকে বলি,'চলো একদিন একসঙ্গে ব্রেকফাস্ট করি'। তখন আমরা ও আমাদের টিম মিলিয়ে প্রায় ৮-১০ জন ছিলাম সেখানে। পরের দিন ব্রেকফাস্টে আমরা দেখা করলাম। আমি তখন আদৌ জানতাম না যে তিনি কে? কী করেন। ব্রেকফাস্টের পর আক্ষরিক অর্থেই আমি ওর দিকে তাকালাম। তখনই সমস্ত কথাবার্তায় আমি ওর সমস্ত কাজ সম্পর্কে জানলাম। সেইদিনই আসলে ওর সঙ্গে প্রথম দেখা, তখনই আমি ঠিক করে ফেলি, আমি একেই বিয়ে করব।"

সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বামী রাঘব চাড্ডার সম্পর্কে কথা বলতে গিয়ে অভিনেত্রী পরিণীতি চোপড়া বলেন, "ওকে দেখতে এত সুন্দর, সবাই প্রায়ই আমার সঙ্গে রসিকতা করে বলেন যে, ওর সিনেমায় অভিনয় করা উচিত। লোকজন সবসময় এটা বলে আর আমরা হাসি। এই বিষয়টা খুব মিষ্টি, তবে ও ওর যা করার কথা সেটা করছে। ওর লক্ষ্য রাজনীতি এবং ও সবসময় সেই দিকেই এগিয়ে যাবে। রাঘব অত্যন্ত দেশপ্রেমিক এবং দেশের সেবা করতে চায়।"