সংবাদসংস্থা, মুম্বই: ঘরে বাবাকে "মিঠুন" ডাকেন। বন্ধুর মত খুনসুটি করেন। "সারেগামাপা"র মঞ্চে "মিঠুন দা" স্পেশাল পর্বে ডিজিটাল বার্তা দিলেন মিঠুন পুত্র নমশি চক্রবর্তী। আর কী বললেন তিনি মহাগুরু সম্পর্কে? সে সব বিচারকের আসনে বসে মনোযোগ সহকারে শুনলেন হিমেশ রেশমিয়া, অন্নু কাপুর ও নীতি মোহন।
৭৩ এ পা রেখেছেন মিঠুন। কিন্তু তাঁর মনের বয়স ২৯। মিঠুন আজীবন তাঁর সন্তানদের "গ্রাউন্ডেড" থাকতে শিখিয়েছেন। সেই প্রসঙ্গে নমশি বলেন, "আমরা যা বৈভব পেয়েছি তা জন্মসূত্রেই। তার জন্য কোনও পরিশ্রম করতে হয়নি। শুধু সুপারস্টারের ঘরে জন্মেছি মাত্র। তাই বাবা আমাদের "গ্রাউন্ডেড" থাকতে শিখিয়েছেন সব সময়।
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">
?utm_source=ig_embed&utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
৭৩ এ পা রেখেছেন মিঠুন। কিন্তু তাঁর মনের বয়স ২৯। মিঠুন আজীবন তাঁর সন্তানদের "গ্রাউন্ডেড" থাকতে শিখিয়েছেন। সেই প্রসঙ্গে নমশি বলেন, "আমরা যা বৈভব পেয়েছি তা জন্মসূত্রেই। তার জন্য কোনও পরিশ্রম করতে হয়নি। শুধু সুপারস্টারের ঘরে জন্মেছি মাত্র। তাই বাবা আমাদের "গ্রাউন্ডেড" থাকতে শিখিয়েছেন সব সময়।
View this post on Instagram
