সংবাদসংস্থা মুম্বই: টলিউড এবং বলিউডে ব্যাপক পরিচিতি পেয়েছেন মিঠুন চক্রবর্তী ও শাশ্বত চট্টোপাধ্যায়। দুই অভিনেতার দাপুটে অভিনয় মাত দিয়েছে বারবার। বলিউডে 'ডিস্কো ডান্সার' হিসাবে পরিচিত বাংলার 'মিঠুনদা'। অন্যদিকে একের পর এক ছবি, সিরিজে নিজের দক্ষতা উজাড় করে দিয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়।
২০২৪-এর দুর্গাপুজোয় মুক্তি পেয়েছিল পথিকৃৎ বসুর পরিচালিত ছবি 'শাস্ত্রী'। সেখানে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল মিঠুন চক্রবর্তী, দেবশ্রী রায় ও সোহম চক্রবর্তীকে। গল্পে গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়। যদিও বক্স অফিসে তেমন ফল করতে পারেনি এই ছবি।
'শাস্ত্রী'র পর ফের একফ্রেমে দেখা গেল মিঠুন-শাশ্বতকে। সঙ্গী 'মহাগুরু'র ছোটছেলে নামাশি চক্রবর্তী। এই ছবি সমাজ মাধ্যমে ভাগ করলেন শাশ্বত চট্টোপাধ্যায় নিজেই। তবে কি এবার তিনজনকেই পর্দায় একসঙ্গে দেখতে চলেছেন দর্শক?
সূত্রের খবর, ফের বলিউডে পাড়ি দিচ্ছেন মিঠুন-শাশ্বত। সঙ্গে থাকছেন নামাশিও। বড়পর্দায় তিন তারকাকে দেখা যাবে একফ্রেমে। এই বিষয়ে বিস্তারিত জানতে আজকাল ডট ইন-এর পক্ষ থেকে অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হয়। অস্বীকার না করেই তিনি জানান, এখনই কিছু খোলসা করে বলতে পারবেন না। তবে পর্দায় ফের একসঙ্গে কাজ করছেন তাঁরা এই খবরে সিলমোহর দিয়েছেন অভিনেতা।
