নিজস্ব সংবাদদাতা, মুম্বইঃ সে বহু বছর আগের কথা। বলিপাড়ায় তখন হিট জুটি শাহরুখ খান এবং প্রিয়ঙ্কা চোপড়া। মায়ানগরীতে কান পাতলেই শোনা যেত, রিল জুটির রিয়েল লাইফেও ছিল 'মাখোমাখো' রসায়ন। বিভিন্ন অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা মিলত। তেমনই 'ডন' ছবির প্রোমোশনের এক অনুষ্ঠানে শাহরুখ পরেছিলেন কালো শার্ট, আর সাদা-কালো পোলকা ডটের ড্রেসে ধরা দিয়েছিলেন প্রিয়াঙ্কা। বলিপাড়ার সেই পুরনো স্মৃতি উসকে দিল মেট গালা ২০২৫। 

শাহরুখ-প্রিয়াঙ্কার প্রেম-বিচ্ছেদ থেকে এমনকী দু'জনের মুখ দেখাদেখি বন্ধ, সব নিয়েই কম গুঞ্জন ছিল না। সেই জুটি ফ্যাশন জগতের সবথেকে বড় অনুষ্ঠানে নজর কেড়েছেন। 'ডেসি গার্ল'র পরনে ছিল পোলকা ডট পোশাক। আদ্যোপান্ত কালো পোশাকে কিং খান। ঠিক যেমন ‘ডন-রোমা’ জুটিকে দেখা গিয়েছিল, তেমনই। তবে কি শুধু কাকতালীয়ভাবেই আন্তর্জাতিক ফ্যাশন মঞ্চে শাহরুখ-প্রিয়াঙ্কার সাজ মিলে গিয়েছে? কৌতূহল ঘুরপাক খাচ্ছে ভক্তদের মনে।

এবছরের মেট গালার থিম ছিল ‘সুপারফাইন: টেলরিং ব্ল্যাক স্টাইল’।  সেই থিম মেনে সব্যসাচী মুখার্জির ডিজাইন করা পোশাক করেন শাহরুখ। পোশাকের সঙ্গে কিং খানের সাজে নজর কেড়েছিল তাঁর 'কে' লেখা নেকপিস, লাঠির মাথায় সোনার রয়েল বেঙ্গল টাইগার, হীরে খচিত ঘড়ি, নেকপিস ও আংটি। এতেই বাজিমাত করেন 'বাজিগর'। 

অন্যদিকে, সাদার উপর কালো পোলকা ডটের পোশাক, গলায় এমারেল্ডের নেকপিস, সঙ্গে কালো হ্যাটে প্রিয়াঙ্কার থেকে চোখ সরানো ছিল দায়। স্বামী নিক জোনাসের সঙ্গে ফ্যাশনের মঞ্চে উপস্থিত হন অভিনেত্রী। তবে রেড কার্পেটে যাঁরা চর্চায় ছিলেন তাঁরা হলেন শাহরুখ ও প্রিয়াঙ্কা।