সংবাদ সংস্থা মুম্বই: রাম বনাম রাবণ-এর যুগান্তকারী কাহিনিতে এবার এক নতুন সংযোজন—লক্ষ্মণ হচ্ছেন রবি দুবে! তবে ছবির প্রথম ঝলকের ভিডিওতে তাঁর মুখ এখনও অদৃশ্য। এবং সেই ‘অদৃশ্যতা’-তেই তৈরি হয়েছে বিপুল কৌতূহল। নির্মাতারা যখন বুধবার প্রকাশ করলেন নিতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এর প্রথম ঝলক, তখনই দর্শকের নজর খুঁজতে থাকে রবি দুবের লক্ষ্মণ রূপের দিকে। যদিও তাঁর মুখ এই ঝলকে দেখা যায়নি, তবুও নিজেই পোস্ট করলেন এক আবেগঘন বার্তা।
“এই চরিত্রে অভিনয় করা আমার জীবনে সবথেকে বড় সম্মান” — রবি দুবের আবেগ ছুঁয়ে গেল ভক্তদের। অভিনেতা তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে লেখেন — “এই কাহিনি প্রজন্মের পর প্রজন্ম গড়ে দিয়েছে। এমন এক গল্পের অংশ হতে পারা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান। ‘রামায়ণ’ শুধু গল্প নয়, এটা আমাদের সত্য, আমাদের ইতিহাস।” এই পোস্টের পরই অনুরাগীদের প্রতিক্রিয়া আসতে শুরু করে ঝড়ের গতিতে। অনুরাগীরা প্রশ্ন তুলেছে - “লক্ষ্মণের মুখ কবে দেখব?” একের পর এক কমেন্টে স্পষ্ট—রবি দুবেকে লক্ষ্মণ চরিত্রে দেখার আগ্রহ তুঙ্গে। অনেকেই এই চরিত্রে তাঁকে দেখা নিয়ে তাঁদের আবেগ প্রকাশ করেছেন।
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
View this post on Instagram
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Ravie Dubey (@ravidubey2312)
প্রসঙ্গত, এ ছবিতে — রাম: রণবীর কাপুর, সীতা: সাই পল্লবী, রাবণ: যশ, হনুমান: সানি দেওল, লক্ষ্মণ: রবি দুবে। এই দুই পর্বের বিশাল বাজেটের চলচ্চিত্রটি প্রযোজনা করছেন নমিত মালহোত্রা, আর পরিচালনায় নিতেশ তিওয়ারি। প্রথম পর্ব মুক্তি পাবে দীপাবলি ২০২৬, দ্বিতীয় পর্ব দীপাবলি ২০২৭।
‘লক্ষ্মণ’-এর লুক আড়ালেই রেখে বাড়ানো হচ্ছে রহস্য! নির্মাতারা এখনও পর্যন্ত রণবীর-যশ-এর লুক আংশিক প্রকাশ করলেও রবি দুবের লুক রেখে দিয়েছেন সাস্পেন্সে।এই কৌশলই হয়তো তাদের ছবির প্রচারের একটি শক্তিশালী স্তম্ভ, কারণ দর্শকদের কৌতূহল এই মুহূর্তে সবার চেয়ে বেশি কেন্দ্রিত হয়েছে লক্ষ্মণ চরিত্রে। রবি দুবের পোস্টে শুধু আবেগ নয়, আছে এক স্পষ্ট বার্তা—তিনি নিজের হৃদয় দিয়ে এই চরিত্র ধারণ করছেন। আর ফ্যানরা অপেক্ষা করছেন— লক্ষ্মণ রূপে তাঁকে প্রথমবার বড় পর্দায় দেখার জন্য।
রামায়ণ শুরু হয়েছে। কিন্তু লক্ষ্মণের আবির্ভাব এখনও এক রহস্য… এবং সেই রহস্যই ছবিটিকে করে তুলছে আরও বড় এক ঘটনায়।