নিজস্ব সংবাদদাতা: আগামী ২৩ জানুয়ারি মুক্তি পাচ্ছে রামকমল মুখোপাধ্যায় পরিচালিত নটী বিনোদিনীর জীবন নিয়ে তৈরি ছবি ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’। এটাই তাঁর প্রথম বাংলা ছবি পরিচালনা। ছবিতে নামভূমিকায় দেখা যাবে অভিনেত্রী রুক্মিণী মৈত্রকে।
এই ছবিতে ঊনবিংশ শতকের বাংলা মঞ্চের 'প্রাণ' বিনোদিনী দাসীর জীবনকাহিনি ফুটে উঠেছে। যে বারবণিতা পুরুষতান্ত্রিক সমাজের চোখরাঙানিকে উপেক্ষা করে খ্যাতনামা অভিনেত্রী হয়েছিলেন এবং স্বপ্ন দেখার সাহস জুগিয়েছিলেন আপামর বঙ্গনারীকে। ছবির প্রথম ঝলক মুক্তি পাওয়ার পর থেকেই তা আলোচনা-তর্কের বিষয় হয়ে উঠেছে। এবার এই ছবির ফার্স্ট কাট দেখলেন 'লগান' ছবির পরিচালক আশুতোষ গোয়াড়িকর। এবং দেখে এতটাই মুগ্ধ যে রুক্মিণীকে ফোন করে বসেছিলেন তিনি। এবং মুম্বইয়ে নিজের অফিসে আমন্ত্রণ জানিয়েছিলেন। বলাই বাহুল্য আশুতোষের মতো একজন প্রখ্যাত পরিচালকের থেকে তারিফ শুনে যারপরনাই খুশি হয়েছিলেন 'বিনোদিনী'। এবং পৌঁছেছিলেন মুম্বই। আশুতোষের অফিসে। অভিনেত্রীর কথায়, " সব অভিনেতা-অভিনেত্রীর ইচ্ছে থাকে একবার আশুতোষ গোয়াড়িকরের সঙ্গে মোলাকাতের। আমারও সেই স্বপ্ন ছিল। আর কী অসম্ভব বিনয়ী এবং ভদ্র মানুষ। ছবি, অভিনয় নিয়ে নানান আলোচনা হয়েছে আমাদের।"
আর আশুতোষের কী বক্তব্য? "রুক্মিণী যেভাবে বিনোদিনী চরিত্রটিকে ফুটিয়ে তুলেছেন পর্দায়, তা এককথায় অপূর্ব। আর ওঁর দুরন্ত পারফরম্যান্সের সঙ্গে মিশেছে নয়নাভিরাম নাচ। রুক্মিণীর নাচের দক্ষতার কথা স্বীকার করতেই হবে।আর বলতেই হয় ছবিতে ওঁকে দেখতেও লেগেছে খুব সুন্দর। আর এই ছবির বিষয়ে বলতে চাই...'বিনোদিনী' যেভাবে ভারতীয় থিয়েটারের স্বর্ণযুগের ইতিহাসকে শ্রদ্ধার্ঘ্য জানিয়েছে তাতে কুর্নিশ না করে উপায় নেই। প্রতিটি প্রজন্মের কাছে এটি ইতিহাসের দলিল হয়ে থাকবে। অত্যন্ত মূল্যবান। এ ছবি নতুন করে চিনিয়েছে ভারতীয় থিয়েটারের অজানা রথী-মহারথীদের। এই ছবি যাতে সফল ও সমাদৃত হয়, তার জন্য আন্তরিক শুভেচ্ছা রইল।"
প্রসঙ্গত, রামকমল মুখোপাধ্যায় তাঁর এই ছবিকে বিনোদিনীর জীবনী বলতে নারাজ। তাঁর কথায়, " এ ছবিকে বিনোদিনীর বায়োপিক বললে ভুল হবে।" কারণ, ২০০-২৫০ বছরের পুরনো সব তথ্য তাঁরা পাননি। বিনোদিনীর জীবনের বেশ কিছু অধ্যায়ের খোঁজ পাওয়া যায়নি। অত পুরনো বেশ কিছু কাগজপত্রও নষ্ট হয়ে গিয়েছে, কালের অতলে হারিয়ে গিয়েছে। তাই বিনোদিনীর জীবনের সেই অংশটুকুর গল্প পর্দায় বুনতে বেশ কিছু জায়গায় কল্পনার আশ্রয় যে তাঁরা নিয়েছেন, সেই প্রসঙ্গ এড়িয়ে যাচ্ছেন না পরিচালক।
