সংবাদ সংস্থা মুম্বই: নেটফ্লিক্সে কপিল শর্মার জনপ্রিয় শো ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর তৃতীয় সিজন ফিরে এসেছে ২১ জুন ২০২৫-এ। হাসির খোরাক আর তারকাদ্যুতির পাশাপাশি এবার চর্চার কেন্দ্রে কপিলের বিশাল অঙ্কের পারিশ্রমিক!

 

 সলমন খানের জমকালো উপস্থিতিতে এই শো-এর নয়া সিজনের প্রথম পর্বেই লেগে গেল‘সুপারহিট’-এর তকমা। তবে পর্দার আড়ালে সবচেয়ে বড় চমক—এক একটি এপিসোডের জন্য কপিল শর্মার পারিশ্রমিক নাকি ৫ কোটি টাকা!

 

 শোনা যাচ্ছে, এই শো-এর তিনটি সিজন মিলিয়ে কপিলের আয় প্রায় ১৯৫ কোটি টাকা! মানে এই শো থেকেই প্রায় ২০০ কোটি তুলে নিয়েছেন তিনি!

 

সুনীল গ্রোভার, কৃষ্ণা অভিষেক, কিকু শারদা, অর্চনা পূরণ সিংয়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কপিল বানিয়েছেন এই শো-কে পরিবারের রাতের বিনোদনের শ্রেষ্ঠ গন্তব্য।

 

 প্রথম পর্বের পর এবার আরও জমে উঠবে মজার আসর! দ্বিতীয় এপিসোডে আসছেন ‘মেট্রো...ইন দিনো’র টিম—অনুপম খের, নীনা গুপ্তা, আলি ফজল, কঙ্কনা সেন শর্মা, পঙ্কজ ত্রিপাঠী, অনুরাগ বসু, ফতিমা সানা শেখ, আদিত্য রায় কাপুর এবং সারা আলি খান।