সংবাদসংস্থা, মুম্বই: সাল ২০০৭। "ওম শান্তি ওম " ছবির জন্য সিক্স প্যাক বানাবেন শাহরুখ খান, এবং তিনি শার্টলেস হবেন। নিজেই কথা দিয়ে বসলেন পরিচালক ফারহা খানকে। কথা রাখতে ২ দিন তিনি জল খাননি। সম্প্রতি, মুম্বই সংবাদসংস্থার কাছে দেওয়া এক সাক্ষাৎকারে সেই কথা প্রকাশ্যে আনলেন পরিচালক।
আগে "ম্যায় হুঁ না" ছবিতে শার্টলেস হওয়ার কথা ছিল অভিনেতার। সে সময় আঘাত এবং অস্ত্রোপচারের কারণে তিনি কথা রাখতে পারেননি। তবে তিনি কথা রেখেছেন এবং "ওম শান্তি ওম " ছবির আইটেম সং -এ তিনি সিক্স প্যাক তৈরি করে শার্টলেস শট দিয়েছিলেন। অভিনেতার একাগ্রতার উদাহরণ ইন্ডাস্ট্রিতে আছে ঝুড়ি ঝুড়ি। তবে ফারহা সম্প্রতি জানিয়েছেন, কথা রাখতে অভিনেতা টানা ২ দিন জল খাননি। তাঁর ক্র্যাম্পিং হচ্ছিল এবং পেটফুলে গিয়ে হজমের সমস্যা হচ্ছিল । এই সব কান্ড দেখে ফারহা তাঁকে জিজ্ঞেস করেন, "তুমি ঠিক আছো? এসব কী করছো?" উত্তরে বলিউড বাদশাহ জানিয়েছিলেন, "একটু রিহার্সাল দিয়ে নিলে ঠিকমত নাচতে পারবো।"
সম্প্রতি "জওয়ান" ছবিতে "ফারাটা" গানটি ফারহা কোরিওগ্রাফ করেছেন। সেই প্রসঙ্গে কথা বলতে গিয়েই তিনি মেতে ওঠেন স্ৃতিচারনায় ।
আগে "ম্যায় হুঁ না" ছবিতে শার্টলেস হওয়ার কথা ছিল অভিনেতার। সে সময় আঘাত এবং অস্ত্রোপচারের কারণে তিনি কথা রাখতে পারেননি। তবে তিনি কথা রেখেছেন এবং "ওম শান্তি ওম " ছবির আইটেম সং -এ তিনি সিক্স প্যাক তৈরি করে শার্টলেস শট দিয়েছিলেন। অভিনেতার একাগ্রতার উদাহরণ ইন্ডাস্ট্রিতে আছে ঝুড়ি ঝুড়ি। তবে ফারহা সম্প্রতি জানিয়েছেন, কথা রাখতে অভিনেতা টানা ২ দিন জল খাননি। তাঁর ক্র্যাম্পিং হচ্ছিল এবং পেটফুলে গিয়ে হজমের সমস্যা হচ্ছিল । এই সব কান্ড দেখে ফারহা তাঁকে জিজ্ঞেস করেন, "তুমি ঠিক আছো? এসব কী করছো?" উত্তরে বলিউড বাদশাহ জানিয়েছিলেন, "একটু রিহার্সাল দিয়ে নিলে ঠিকমত নাচতে পারবো।"
সম্প্রতি "জওয়ান" ছবিতে "ফারাটা" গানটি ফারহা কোরিওগ্রাফ করেছেন। সেই প্রসঙ্গে কথা বলতে গিয়েই তিনি মেতে ওঠেন স্ৃতিচারনায় ।
