নিজস্ব সংবাদদাতা: বিয়ের আগে পরিবার, কাছের মানুষের থেকে আইবুড়ো ভাত খাওয়া নতুন কিছু নয়, তবে প্রথমবার অচেনা মানুষের আয়োজন করা আইবুড়ো ভাত খেয়ে শুটিংয়ের মাঝে আবেগপ্রবণ হয়ে পড়লেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। সমাজ মাধ্যমে এই অভিজ্ঞতা ভাগ করে নিলেন শ্বেতা নিজেই।  

 

হাতে আর মাত্র কয়েক দিন।  নতুন বছরের শুরুতেই অভিনেতা রুবেল দাসের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন শ্বেতা। ইতিমধ্যেই বেশ কিছু কাছের মানুষ ও বন্ধুদের কাছে আইবুড়ো ভাত খেয়েছেন টলিউডের বহু চর্চিত জুটি রুবেল-শ্বেতা। 

 

জি বাংলার 'যমুনা ঢাকি' ধারাবাহিকের মাধ্যমে রুবেল দাসের সঙ্গে প্রথম আলাপ হয় শ্বেতা ভট্টাচার্যের। সেখান থেকেই প্রেম এবং অবশেষে ২০২৫-এর ১৯ জানুয়ারি বিয়ের পিঁড়িতে বসছেন শ্বেতা-রুবেল। ইতিমধ্যেই বিয়ের প্রস্তুতি তুঙ্গে। দু'জনেই শুটিং নিয়ে ব্যস্ত থাকলেও তার মাঝেই বিয়ের নানা আয়োজন করে ফেলছেন।

 

কয়েকদিন আগে দুই পরিবারের উপস্থিতিতে আশীর্বাদ এবং আইনি বিয়ে সারেন তাঁরা। আইবুড়ো ভাত পর্ব শুরু হয়ে গেছে দু'জনেরই। তবে প্রথমবার একজন অচেনা মানুষের আয়োজন করা আইবুড়ো ভাত খেলেন শ্বেতা। তিনি শ্বেতার এক অনুরাগী। স্টুডিওতে এসে নিয়ম মেনে সব আয়োজন করে অভিনেত্রীকে আইবুড়ো ভাত খাওয়ালেন। এই ঘটনায় খানিকটা আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেত্রী। সামাজিক মাধ্যমে সেইসব ছবি ভাগ করে শ্বেতা লেখেন, 'আইবুড়ো ভাত, একজন অচেনা মানুষ শুধুমাত্র আমার কাজ ভালবেসে, আমাকে মন থেকে বোন মেনে শুটিং ফ্লোরে এসে সবকিছু আয়োজন করে আমাকে খাইয়ে গেছেন। ধন্যবাদ দিদি। আপনি খুব খুব ভাল থাকুন আর আমাকে এভাবেই আশীর্বাদ করুন।'