নিজস্ব সংবাদদাতা: আর জি কর-এর মর্মান্তিক কাণ্ডের প্রতিবাদে সরব রাজ্যবাসী। রাজ্য ছাড়িয়ে প্রতিবাদ ছড়িয়েছে দেশের নানা প্রান্তেও। এই প্রতিবাদে প্রথমদিন থেকেই ন্যায়ের পক্ষে সরব ছিল টলিউড। ১৪ আগস্ট মেয়েদের 'রাত দখল' আন্দোলনে সামিল হয়েছেন বহু টলি তারকা।
তাঁদের মধ্যে রাত দখলে নাম লেখালেন টলিপাড়ার তরুণ তুর্কিরাও। এই তালিকায় রয়েছেন দিতিপ্রিয়া রায়, ঋতব্রত মুখোপাধ্যায়, শ্রীমা ভট্টাচার্য, তৃণা সাহা, রাজনন্দিনী পাল, তুহিনা দাস, অর্ণব বন্দ্যোপাধ্যায়, রণিতা দাসের মতো বহু তারকারা।
প্রত্যেকে জমায়েত হয়েছেন এদিনের প্রতিবাদে। স্লোগানে গর্জে উঠেছেন, হেঁটেছেন মোমবাতি মিছিলেও। সাধারণ মানুষের সঙ্গেই কাঁধে কাঁধ মিলিয়ে দাবি তুলেছেন আসল 'স্বাধীনতা'র।
সোশ্যাল মিডিয়ায় দিতিপ্রিয়া দাবি তুলেছিলেন নারী স্বাধীনতার। তাঁর কথায়, "এই আন্দোলন কিছু পৈশাচিক মানসিকতার বিরুদ্ধে। জাতি, ধর্ম নির্বিশেষে এই লড়াই। ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে এই লড়াই। নিজেদের সুরক্ষা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শান্তির পক্ষে এই লড়াই।"
এদিন রাতের প্রতিবাদ মিছিলে পা মেলাতে দেখা গেল, রূপা গঙ্গোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী, সঙ্ঘশ্রী সিনহা, মিমি চক্রবর্তী সহ আরও অনেককেই।
তাঁদের মধ্যে রাত দখলে নাম লেখালেন টলিপাড়ার তরুণ তুর্কিরাও। এই তালিকায় রয়েছেন দিতিপ্রিয়া রায়, ঋতব্রত মুখোপাধ্যায়, শ্রীমা ভট্টাচার্য, তৃণা সাহা, রাজনন্দিনী পাল, তুহিনা দাস, অর্ণব বন্দ্যোপাধ্যায়, রণিতা দাসের মতো বহু তারকারা।
প্রত্যেকে জমায়েত হয়েছেন এদিনের প্রতিবাদে। স্লোগানে গর্জে উঠেছেন, হেঁটেছেন মোমবাতি মিছিলেও। সাধারণ মানুষের সঙ্গেই কাঁধে কাঁধ মিলিয়ে দাবি তুলেছেন আসল 'স্বাধীনতা'র।
সোশ্যাল মিডিয়ায় দিতিপ্রিয়া দাবি তুলেছিলেন নারী স্বাধীনতার। তাঁর কথায়, "এই আন্দোলন কিছু পৈশাচিক মানসিকতার বিরুদ্ধে। জাতি, ধর্ম নির্বিশেষে এই লড়াই। ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে এই লড়াই। নিজেদের সুরক্ষা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শান্তির পক্ষে এই লড়াই।"
এদিন রাতের প্রতিবাদ মিছিলে পা মেলাতে দেখা গেল, রূপা গঙ্গোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী, সঙ্ঘশ্রী সিনহা, মিমি চক্রবর্তী সহ আরও অনেককেই।
