প্রয়াত হলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক গৌতম ঘোষের স্ত্রী নীলাঞ্জনা ঘোষ। বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। সম্প্রতি তাঁর অস্ত্রোপচারও হয়েছিল। শনিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরিচালকের সহধর্মিনী বিয়োগে গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কাঁথা শিল্পী হিসেবে শিল্পীমহলে সমাদৃত ছিলেন নীলাঞ্জনা ঘোষ। এদিন স্মৃতিচারণা করে মুখ্যমন্ত্রী লেখেন, 'আমার প্রিয় নীলাঞ্জনা ঘোষের মৃত্যুতে আমি শোকগ্রস্ত বোধ করছি। আমার বৌদি, বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষের স্ত্রী--তিনি একটি কঠিন অস্ত্রোপচারের পর আজ সকালে প্রয়াত হন। তাঁর সঙ্গে আমার ঘনিষ্ঠ ব্যক্তিগত সম্পর্ক ছিল এবং আমি বিচলিত বোধ করছি।'

মুখ্যমন্ত্রী আরও লেখেন, 'তিনি অনেক সামাজিক কাজ করতেন। আমরা জানতাম, তাঁর হাতের কাঁথা-শিল্পের কাজ ছিল সুন্দর। সেসব কথা মনে পড়ছে। গৌতমদাকে সান্ত্বনা জানানোর কোন ভাষা আমার জানা নেই। তবু তাঁকে মন শান্ত রেখে তাঁর কাজ চালিয়ে যেতে অনুরোধ করব। বৌদির কথা মনে রেখেই এই কাজ তাঁকে করতে হবে।'

 

?ref_src=twsrc%5Etfw">October 18, 2025

 

পরিবারের তরফে জানা গিয়েছে, বিগত কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন নীলাঞ্জনা ঘোষ। শুক্রবার তাঁর আর্টারিতে একটি জটিল অপারেশন হয়। তারপরই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। শেষ পর্যন্ত আর শেষ রক্ষা হল না। চলে গেলেন স্বনামধন্য পরিচালকের স্ত্রী। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ গোটা বাংলা চলচ্চিত্র জগৎ।

মৃত্যুকালে নীলাঞ্জনা ঘোষের বয়স হয়েছিল ৭০। শনিবার বিকেল পাঁচটা নাগাদ কেওড়াতলা মহাশ্মশানে পরিচালকজায়ার শেষকৃত্য সম্পন্ন হবে।  এদিন দুঃসংবাদ পেয়ে শোক প্রকাশ করেছেন বাংলার ইন্ডাস্ট্রির কলাকুশলীরা। বর্ষীয়ান অভিনেত্রী তথা পরিচালক অপর্ণা সেন ও হরনাথ চক্রবর্তীর গৌতম ঘোষের বাড়িতে যাওয়ার কথা রয়েছে।