নিজস্ব সংবাদদাতা: প্রায় বছর দু'য়েক আগে ঘোষণা করা হয়েছিল 'রঘু ডাকাত'-এর। কিন্তু নানা কারণে সেই প্রজেক্ট হয়নি। পিছিয়ে গিয়েছে। কিন্তু চলতি বছরের একদম গোড়াতেই সুখবর শুনিয়েছেন দেব। অবশেষে আসছে এই ছবি। শুধু তাই নয় তিনি ইতিমধ্যেই সেই ছবির জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন।
‘গোলন্দাজ’ ছবিতে নরেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর চরিত্র ফুটিয়ে তুলতে দু'বেলা নিয়ম করে মাঠে ঘাম ঝরাতেন। 'গোলন্দাজ'-এর জন্য শিখেছেন খালি পায়ে ফুটবল খেলা তো কখনও খাদানের জন্য কয়লাখনি অঞ্চলের আঞ্চলিক ভাষা। কিন্তু বর্তমানে খাদানের সাফল্য অতীত। তাঁর পাখির চোখ এখন একটাই রঘু ডাকাত। আর এই পিরিয়ড ফিল্মের জন্য কোনও কসরত বাকি ছাড়ছেন না দেব। জোরকদমে শিখছেন ঘোড়সওয়ারি করা। ডাকাত সর্দার রঘুর ভূমিকায় অভিনয় করার জন্য পারদর্শী ঘোড়সওয়ারের সমস্ত খুঁটিনাটি, কলা-কৌশল শিখতে হবে। দিনকয়েক আগে নিজের ঘোড়সওয়ারি করার ছবি দিয়ে সেকথা জানিয়েছিলেন দেব। নস্টাগ্রাম স্টোরিতে এদিন ঘোড়াকে খাবার খাওয়ানোর একটি ছবি পোস্ট করতে দেখা যায় অভিনেতাকে। বোঝা যায় যে এই ছবির প্রস্তুতি তুঙ্গে। তবে তা যে এক-আধদিনের খুচরো অভ্যাস নয় তা ফের রবিবাসরীয় সকালে বোঝা গেল স্পষ্ট! রবিবারেও কলকাতার অশ্বারোহী পুলিশ বাহিনীর ক্যাম্পে হাজির দেব। অশ্বারোহী পুলিশ বাহিনীর ঘোড়সওয়ারির প্রশিক্ষকের সঙ্গে ঘোড়া মাউন্ট করতে দেখা গেল অভিনেতা-প্রযোজককে।
