পুজোয় বড়পর্দায় রঘু ডাকাতকে দেখার অপেক্ষায় রয়েছেন দর্শক। তার কিছু ঝলক ইতিমধ্যেই দেখলেও ট্রেলার দেখার অপেক্ষায় রয়েছেন প্রত্যেকেই। এবং এই ট্রেলার লঞ্চকে কেন্দ্র করেই দারুন পদক্ষেপ নিতে চলেছেন দেব এবং শ্রীকান্ত মোহতা। দুই প্রযোজকের এই সিদ্ধান্ত আসলে ইন্ডাস্ট্রিকে কিছুটা হলেও এগিয়ে নিয়ে যাবে- তা আর বলার অপেক্ষা রাখে না। ২০ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে 'রঘু ডাকাত'-এর ট্রেলার, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অসংখ্য মানুষ এক ঐতিহাসিক অনুষ্ঠানের সাক্ষী থাকতে চলেছেন এদিন।

 

 

 

 

তবে এই ট্রেলার লঞ্চের মাধ্যমে এক শুভ কাজের শুভ সূচনা করল 'রঘু ডাকাত' টিম। ৪৯ টাকা দিয়ে টিকিট কেটে তবেই দর্শক দেখতে পাবেন এই ট্রেলার লঞ্চ। তবে অনেকেই ভাবতে পারেন ট্রেলার লঞ্চ দেখার জন্য কেন টাকা দিয়ে টিকিট কাটবেন তারা? এর পেছনে রয়েছে দারুণ ভাবনা। টেকনিশিয়ান অর্থাৎ কলাকুশলীরা আসলে কখনই সামনে আসেন না, তবে তাদের ছাড়া এত বড় ছবি এমনকী যেকোনও কাজই করা অসম্ভব ব্যাপার। তবে তারা হয়তো বেশ কিছু ক্ষেত্রে উপেক্ষিত থেকে যান। তাই পুজোর আগে তাদের কথা মাথায় রেখেই এমন দারুণ সিদ্ধান্ত নিয়েছেন দেব এবং শ্রীকান্ত মোহতা। অর্থাৎ টাকা পুরোটাই যাবে টেকনিশিয়ান ওয়েলফেয়ার ট্রাস্টে। এই টাকাটা প্রয়োজন মত ব্যবহার করতে পারবেন তারা। 

 

 

 

 

 

দেবের কথায়, "এই টাকাটা হয়তো খুব বেশি নয়, যতজন টেকনিশিয়ান আছেন তাদের জন্য অল্প। কিন্তু এইভাবে তো আমরা নতুন একটা ভাবনা শুরু করতে পারি, এরপরে আবার এই ধরনের কাজ আরও বড় করে করতে পারি। এই ধরনের সিনেমার ক্ষেত্রে সেট যে কি গুরুত্বপূর্ণ তা সকলেই জানেন, আমরা সেই সেটে গিয়ে অভিনয় করি শুধুমাত্র তবে যারা আসলেই সেট বানান, তাছাড়াও যারা সারাদিন সকল শিল্পীদের মুখে খাবার তুলে দিচ্ছেন বিভিন্ন কাজ করছেন তারা কেন উপেক্ষিত থাকবেন। তাই তাদের জন্য এই ছোট্ট প্রচেষ্টা। এই টাকা হয়তো তাদের জন্য খুব বেশি না, তবে যে কোনও প্রয়োজনে তারা এই টাকা ব্যবহার করতে পারবেন। রঘু ডাকাতের মাধ্যমে আসলে একটু ভাল করার চেষ্টা করছি আমরা সকলেই। এর আগে দর্শক নজরুল মঞ্চে ধূমকেতুর ট্রেলার লঞ্চ দেখেছেন। তবে এইবার আমি দায়িত্ব নিয়ে কথা দিতে পারি ২০ সেপ্টেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ডাকাতের ট্রেলার লঞ্চ অনুষ্ঠানের মাধ্যমে এক ইতিহাসের সাক্ষী হতে চলেছেন দর্শক।"

 

 

 

 

দেব এর আগেও জানিয়েছেন 'রঘু ডাকাত' তার জন্য সবচেয়ে বড় বাজেটের ছবি। এই ছবিতে আবার জুটি বাঁধতে দেখা যাচ্ছে দেব এবং ইধিকা পালকে। ইতিমধ্যেই 'ঝিলমিল লাগে রে ' গানটি ভাইরাল, এই গান ক্র্যাবিতে শুটিং হয়েছে। বাংলা ছবিতে এই ধরনের গান প্রথমবার। দেবের লুক নিয়ে ইতিমধ্যেই নানা চর্চা শুরু হয়েছে। ছবি মুক্তির আগেই ছবির জন্য অপেক্ষা ক্রমশই বাড়ছে। তবে এইবার দুর্গাপুজোয় 'রঘু ডাকাত'-এর পাশাপাশি মুক্তি পেতে চলেছে 'রক্তবীজ ২', 'যত কাণ্ড কলকাতা'তে এবং অবশ্যই 'দেবী চৌধুরানী'। অর্থাৎ মুখোমুখি হচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, আবির চট্টোপাধ্যায়, অঙ্কুশ হাজরা, অনির্বাণ ভট্টাচার্য, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী, কৌশানী মুখোপাধ্যায়, ইধিকা পাল, সোহিনী সরকার।