যে প্রেম চোখে ‘ঝিলমিল’ লাগায়, তাকে রূপকথার প্রেম বলাই যায়। পর্দায় এমনই এক রূপকথা রচনা করেছেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়। নায়ক-নায়িকা রঘু আর সৌদামিনী থুড়ি দেব এবং ইধিকা পাল। ঝলক মিলেছিল আগেই, এবার সবটাই প্রকাশ্যে। মুক্তি পেল ‘রঘু ডাকাত’-এর নতুন গান ‘ঝিলমিল লাগে রে’।
ক্র্যাবির মনোরম অরণ্যে চিত্রায়িত হয়েছে গানটি। ‘খাদান’-এর ‘কিশোরী’-র পর আরও একবার দেব এবং ইধিকার পর্দার প্রেমের আখ্যানকে অপূর্ব রূপে তুলে ধরেছে ‘ঝিলমিল লাগে রে’। লোককথা এবং ফ্যান্টাসির আবহে সাজানো এই চমকপ্রদ ভিজ্যুয়াল দর্শকদের চোখে ফুটিয়ে তোলে এক জাদুকরী অনুভূতি। এই সব কিছু মিলিয়েই ‘রঘু ডাকাত’ এবারের উৎসব মৌসুমের সবচেয়ে প্রতীক্ষিত ছবিগুলির মধ্যে একটি।
নিলয়ন চট্টোপাধ্যায়ের আবেগঘন সুর, প্রসেনের হৃদয়ছোঁয়া কথা, ইশান মিত্র এবং শুচিস্মিতা চক্রবর্তীর কণ্ঠ ‘ঝিলমিল লাগে রে ’কে এক অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। ছবির প্রথম গানে তৈরি হওয়া উন্মাদনাকে আরও জোরদার করে এই গান দুর্গাপুজোর আড্ডা এবং উৎসবের আবহে বাঙালির মনে আনবে প্রেমের নতুন রোমাঞ্চ। গানটির লঞ্চে শনিবার মালদায় উপস্থিত থাকবে ‘রঘু ডাকাত’-এর গোটা টিম।
গানটির প্রথম ঝলকে দেখা গিয়েছিল, মায়াবী কোনও এক জঙ্গলে প্রিয়তমার অপেক্ষারত রঘু। পরনে সাদা ধুতি, কাঁধ ছোয়া চুল। অনাবৃত ঊর্ধ্বাঙ্গ। তার দিকে ছুটে আসে সৌদামিনী। তৈরি হয় প্রেম আর লাস্যের সুরেলা এক কবিতা। সেই কবিতাই যেন প্রেমের দলিল হয়ে উঠল পুরো গানে। দেব-ইধিকার রসায়নে বুঁদ হতে বাধ্য দর্শক। পর্দায় যখনই তাঁরা ঘনিষ্ঠ, তখনই হৃদস্পন্দন বাড়বে অনুরাগীদের।
আজকাল ডট ইন-কে ইধিকা বলেছিলেন, “ছবিটি নিয়ে এখনই খুব বেশি কিছু বলতে পারব না। তবে এটুকু বলতে পারি, খুব মন দিয়ে চরিত্রটি করার চেষ্টা করেছি। ট্রেলারে নিজেকে খুবই ভাল লেগেছে। আমার পরিবারের লোকজন, বন্ধুবান্ধব, ভাইবোনেরাও খুব উত্তেজিত। এরকম লুকে আমায় আগে কখনও দেখা যায়নি। তাই প্রথমবার আমায় এভাবে দেখে সকলেরই খুব ভাল লেগেছে।”

গত বছর ‘খাদান’-এ দেবের নায়িকা হয়ে আরও একবার দর্শকের মন জয় করে নেন ইধিকা। আপাতত ‘রঘু ডাকাত’ মুক্তির অপেক্ষা। অর্থাৎ দেবের সঙ্গেই আরও একটি কাজ। অনেকেই মনে করছেন, ইধিকা নাকি টলিউডের ‘লাকি চার্ম’। নায়িকাও কি সহমত? ‘কিশোরী’র কথায়, “আমি শুধু ভাল কাজ করতে চাই। যাতে এভাবেই সকলে আমাকে আরও উৎসাহ দেন। নিজের কাছে এর থেকে বেশি কিছু আর চাওয়ার নেই।”
‘খাদান’-এর সময় থেকেই দেব-ইধিকার সমীকরণ নিয়ে চর্চার শেষ নেই। নিন্দকেরা বলেন, পর্দার বাইরেও নাকি বিশেষ বন্ধুত্ব গড়ে উঠেছে নায়ক-নায়িকার। সেই জল্পনা সত্যি কি না জানা নেই, তবে আরও একবার তাঁদের রিলের প্রেম ছড়িয়ে দিল মুগ্ধতা।
