নিজস্ব সংবাদদাতা: টলিপাড়ার বহু ধারাবাহিক থেকে ছবির শুটিং হয়েছে বর্ধমানের রাজবাড়িতে। গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে মিশে যায় কত গল্প। এবার আর টলিউডের অভিনেতা-অভিনেত্রীরা নন, বলি তারকাদের ভিড় জমল রাজবাড়ির দালানে। কী চলছে সেখানে?
জানা যাচ্ছে, হিন্দি ধারাবাহিকের শুটিং শুরু হয়েছে। প্রযোজনায় 'এসভিএফ'। 'সোনি এন্টারটেনমেন্ট'-এ সম্প্রচারিত হবে এই মেগা। বর্ধমানে শুটিং হলেও এই ধারাবাহিকে থাকছেন না কোনও টলি তারকা। পুরোপুরি মুম্বইয়ের অভিনেতা-অভিনেত্রীদের সমাগম থাকবে এই ধারাবাহিক জুড়ে। সূত্রের খবর, মুখ্য চরিত্রে দেখা যাবে টেলিভিশনের পরিচিত মুখ হিতেশ ভরদ্বাজকে। তাঁর বিপরীতে নায়িকার চরিত্রে কে থাকছেন তা যদিও এখনও জানা যায়নি।
ভৌতিক গল্প নিয়ে এগোবে এই মেগা। সঙ্গে থাকবে পারিবারিক বন্ধনের চিহ্নও। জানা যাচ্ছে, কিছুদিন বর্ধমানে শুটিং সেরে ফের মুম্বই ফিরবে টিম। প্রসঙ্গত, 'সোনি এন্টারটেনমেন্ট'-এ আসছে বহু নতুন মেগা থেকে টেলি সিরিজ। এই নতুন কাজের মধ্যে এবার সংযোজন হল 'এসভিএফ'-এর এই ধারাবাহিক।
