নিজস্ব সংবাদদাতা: প্রথমবার বড়পর্দায় আসছেন শ্রীজিৎ রায় ও সৌভিক চক্রবর্তী। দুই পরিচালকের তৈরি প্রথম ছবির পরিচালনায় 'এসভিএফ'। চলতি বছর 'এসভিএফ'-এর 'গল্পের পার্বণ'-এই ঘোষণা হয়েছিল এই ছবির। নাম 'কাদের কুলের বৌ'। 

 


ছবিটি আদ্যপান্ত ভৌতিক কাহিনি। ভূতের দৌরাত্ম্য হবে ঘরে ঘরে! ছবির পোস্টারে দেখা যায়, নিশুতি রাতে বিয়ের কনে হেঁটে যায় রাস্তা দিয়ে। পরনে লাল বেনারসি শাড়ি, উস্কোখুস্কো চুল, আর হাতে বরের টোপর! গা ছমছমে এই পোস্টারে যদিও স্পষ্ট নয় নতুন কনের মুখ। এই পোস্টার সামনে আসার পরেই সিনেপ্রেমীদের মনে কৌতূহল জাগে, কে এই 'বৌ'? 


সূত্রের খবর, এই চরিত্রে দেখা যাবে অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়কে। এই প্রথমবার ভৌতিক ঘরানার ছবিতে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। শুধু ভৌতিক ছবির নায়িকাই নন, এই প্রথমবার পর্দায় ভয় দেখাবেন কৌশানী। 

 


প্রসঙ্গত, নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত 'বহুরূপী'তে অভিনয় করে সমালোচক মহলে দারুণ প্রশংসিত হয়েছিলেন কৌশানী। তাঁর অভিনয় মন ছুঁয়ে গিয়েছিল দর্শকের। এখন সৃজিত মুখোপাধ্যায়ের ছবি 'কিলবিল সোসাইটি'তে 'পূর্ণা আইচ'-এর চরিত্রে দর্শকের ভালবাসা কুড়োচ্ছেন অভিনেত্রী। কমার্শিয়াল ছবির নায়িকার তকমাটা ভেঙে নিজেকে নতুনভাবে গড়ে তুলছেন কৌশানী। সেই ঝলক বারবার ধরা পড়ছে তাঁর কাজে।