সংবাদ সংস্থা মুম্বই: ১৪ বছর পরে ফের জুটি বাঁধছেন অক্ষয় কুমার এবং প্রিয়দর্শন। ছবির নাম ‘ভূত বাংলা’। এর আগে একের পর সুপারহিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন পরিচালক এবং অভিনেতা। পর্দায় অবশ্য বরাবরই ম্যাজিক দেখান প্রিয়দর্শন-অক্ষয়। ‘হেরাফেরি’ থেকে ‘ভুলভুলাইয়া’, ‘ভাগম ভাগ’ থেকে ‘গরম মসালা’— তাঁরা দু’জন একসঙ্গে মানেই ছবি জমজমাট। বৃহস্পতিবার ৬৮তম জন্মদিনের কেক কাটলেন প্রিয়দর্শন। আর এদিন-ই অক্ষয়, সুনীল শেঠি, পরেশ রাওয়ালকে নিয়ে ‘হের ফেরি ৩’-এর ঘোষণা সারলেন তিনি!
অক্ষয়ও এদিন এক সাক্ষাৎকারে জানিয়েছেন, প্রিয়দর্শনের তরফে এই ‘সারপ্রাইজ’ পেয়ে তিনি জার্পনায় আনন্দিত। বলি-তারকার কথায়, “কী দুরন্তভাবে শুরু হল ২০২৫ সাল।”
‘ভূত বাংলো’ ছবির গল্পের অন্যতম ট্যুইস্ট ‘ব্ল্যাক ম্যাজিক’ বা কালাজাদু। সেই মোড়কেই আবর্তিত হবে প্রিয়দর্শনের পরিচালনার নতুন গল্প। এদিন সেট থেকেই তাঁর ‘প্রিয়ন স্যার’-এর সঙ্গে একটি ছবি পোস্ট করে সমাজমাধ্যমে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানান অক্ষয়। সেই শুভেচ্ছার পাল্টা জবাব হিসাবে প্রিয়দর্শন লেখেন, “তোমার এই শুভেচ্ছার জন্য আন্তরিক ধন্যবাদ অক্ষয়। জন্মদিনের রিটার্ন গিফট হিসাবে তোমাকে আমি একটি জিনিস দিতে চাই। এবং তা হল ‘হের ফেরি ৩’। কি হে অক্ষয়, সুনীল, পরেশ তোমরা তাহলে তৈরি তো?” স্বভাবতই, প্রিয়দর্শনের এই পোস্ট দেখে উত্তাল নেটপাড়া।
কেরিয়ারে বেশ দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন অক্ষয় কুমার। গত তিন বছরে হিটের মুখ পর্যন্ত দেখেননি তিনি! এদিকে প্রিয়দর্শনের সঙ্গে অক্ষয়ের মান-অভিমানের কথাও শোনা গিয়েছিল। সেই কারণেই অক্ষয়ের সঙ্গে নাকি আর কোনও ছবিতে জুটি বাঁধেননি প্রিয়দর্শন। তবে সেই বরফ গলে গিয়েছে। অক্ষয়ের কেরিয়ারের খরা কেটে ‘ভুল ভুলাইয়া’র মতো ‘ভূত বাংলা’, ‘হের ফেরি ৩’ কি বক্স অফিসে সাফল্য পাবে? উত্তর দেবে সময়।
