নিজস্ব সংবাদদাতা: শ্বশুরবাড়িতে প্রথম দিন এসেই হারিয়ে গেল বউ! খুঁজে না পেয়ে কান্নায় ভেঙে পড়লেন বর। এই ঘটনা ঘটেছে স্বয়ং অভিনেতা রুবেল দাসের বাড়িতে। স্ত্রী শ্বেতাকে খুঁজে না পেয়ে রীতিমতো কান্নাকাটি জুড়ে দিলেন রুবেল। বিয়ের পরদিনই শ্বশুরবাড়ি থেকে কোথায় হাওয়া হয়ে গেলেন শ্বেতা?
গত ১৯ জানুয়ারি বিয়ে করেন রুবেল এবং শ্বেতা। দুই পরিবারের প্রিয়জনদের নিয়ে বৈদিক মতে বিয়ে করে নতুন জীবন শুরু করেন ছোট পর্দার জনপ্রিয় এই তারকা জুটি। যদিও এখন শ্বেতার বাড়ি দমদমেই থাকছেন তাঁরা। তবে সপ্তাহ শেষে বারাসাতে রুবেলের বাড়িতে যাচ্ছেন দু'জনে। এইভাবেই দুই বাড়ি সামলাচ্ছেন রুবেল এবং শ্বেতা। তবে বিয়ের পরের দিন-ই শ্বেতার বদলে নিজের বাড়িতে কান্না জুড়ে দিলেন রুবেল। ''আমার বউ কই?'', "বউকে পাচ্ছি না কেন?" বলে রীতিমতো তোলপাড় করলেন বাড়ি। তবে হঠাৎ কেন বউয়ের জন্য কান্নাকাটি শুরু করলেন রুবেল? শ্বেতাই বা কোথায় চলে গেছিলেন?
আসলে, রুবেলের বাড়িতে বিয়ের পর এমন একটি অদ্ভুত রীতির চল রয়েছে, যেখানে বউকে লুকিয়ে রাখা হয় এবং বরকে খুঁজে বের করতে হয়। প্রথম দিকে নানান জায়গায় খুঁজলেও কিছুতেই শ্বেতাকে কিছুতেই খুঁজে পাচ্ছিলেন না রুবেল। সেই কারণে মজা করেই ছদ্ম কান্নাকাটি শুরু করেন অভিনেতা। তবে এরপর পরিবারের এক সদস্যর ইশারায় বুঝে যান বাড়ির ঠাকুরঘরেই আছেন শ্বেতা। সেখান থেকে তারপর বউকে নিয়ে আসেন রুবেল। এই খেলায় কিন্তু দারুণ মজা পেয়েছেন শ্বেতা। ঠাকুরঘরে বসে গোটা ব্যাপারটা তাঁর কানে আসছিল। কোনওরকমে হাসি চেপে বসেছিলেন তিনি। তবে দুই বাড়ির সব নিয়ম মেনে চারহাত এক করেছেন রুবেল-শ্বেতা। তাড়াতাড়ি শুটিং সেরে শশুর বাড়ির পুজোতে প্রথমবার যোগ দিয়েছেন অভিনেত্রী।
