ধর্মেন্দ্রর প্রয়াণের পর ‘আপনে ২’ এর ভবিষ্যৎ নিয়ে জল্পনা তুঙ্গে। মাত্র একদিন আগে পরিচালক অনিল শর্মা জানিয়েছিলেন, ধর্মেন্দ্র ছাড়া ছবিটি অসম্পূর্ণ—তাই সিক্যুয়েলটি বন্ধ করে দেওয়া হয়েছে। তবে এর ঠিক পরদিনই ছবির প্রযোজক দীপক মুকুট সম্পূর্ণ ভিন্ন বক্তব্য দিয়ে জানান, ‘আপনে ২’ কোনওভাবেই স্থগিত নয়, বরং কাজ এগিয়ে চলেছে।

এক সাক্ষাৎকারে দীপক বলেন, “মানুষকে ভিত্তিহীন গুজব ছড়ানো বন্ধ করতে হবে। অপনে ২ বন্ধ হয়নি। ছবিটি হচ্ছে এবং পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গেই হচ্ছে। আমরা নীরবে কিন্তু ধারাবাহিকভাবে কাজ চালিয়ে যাচ্ছি। প্রোজেক্টটি বাতিল করার প্রশ্নই ওঠে না। ‘আপনে ২’ আমাদের ব্যানারের অন্যতম আবেগঘন ছবি।”

২০০৭ সালের জনপ্রিয় ফ্যামিলি ড্রামা ‘আপনে’র সিক্যুয়েল হিসাবে ‘আপনে ২’ পরিকল্পনা করা হয়। প্রথম ছবিতে বাস্তবের বাবা–ছেলে ত্রয়ী—ধর্মেন্দ্র, সানি দেওল এবং ববি দেওল একসঙ্গে অভিনয় করেছিলেন। ধর্মেন্দ্রর মৃত্যুতে অনিল বলেছিলেন, তাঁর অনুপস্থিতিতে সিক্যুয়েলটি অর্থহীন হয়ে পড়বে।

'গদর' ছবি খ্যাত পরিচালক স্পষ্ট বললেন, “ ‘আপনে’ ছবির সিক্যুয়েল আর সম্ভব নয়। আপনে তো আপনজনদের নিয়েই হয়। ধরমজি ছাড়া এই ছবি হওয়া অসম্ভব। চিত্রনাট্য তৈরি ছিল, সব ঠিকঠাক চলছিল… কিন্তু তিনি চলে গেলেন। আসলে, কিছু স্বপ্ন তো কখনও পূরণ হয় না।” ধর্মেন্দ্র, সানি এবং ববি দিওল-তিনজনকে প্রায় এক দশক পর আবার একসঙ্গে পর্দায় ফিরিয়ে আনার পরিকল্পনা ছিল শর্মার।  

অনিল জানান, গত অক্টোবরেই তাঁর শেষ দেখা হয় ধর্মেন্দ্রর সঙ্গে। স্মৃতির ভাঁড়ারে এখনও গুনগুন করছে কিংবদন্তির সেই কথা, “অনিল, কোনও ভাল গল্প আনো… ভাল ছবিতে কাজ করতে চাই। ক্যামেরা আমার প্রেমিকা, আমাকে ডাকছে। আমাকে তার সামনে ফিরে যেতেই হবে।”

পরিচালক বলেন, “তিনি যেন নতুন উদ্যমে ফিরতে চাইছিলেন। এত ইচ্ছে থাকা সত্ত্বেও চলে গেলেন… এটা মেনে নেওয়া কঠিন।”

দীপক আরও জানান, সিক্যুয়েলের প্রাণ হয়ে থাকবেন ধর্মেন্দ্রই। তিনি বলেন, “’আপনে’ ছিল ধরমজির ছবি। তাঁর উপস্থিতি, উষ্ণতা—সবকিছু মিলেই সেই ছবি আজও দর্শকের মনে আছে। ‘আপনে ২’ আমার হৃদয়ের খুব কাছের প্রোজেক্ট। অনেক দিক থেকেই ছবিটি হবে ধরমজিকে শ্রদ্ধাঞ্জলি। আমরা চাই সিক্যুয়েলটি তাঁকে এবং তাঁর মূল্যবোধকে উদযাপন করুক, যেমনভাবে দেওল পরিবার স্ক্রিনে আবেগঘন এক জগৎ তৈরি করেছিল।”

বর্তমানে পরিচালক এবং প্রযোজকের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে ‘আপনে ২’কে কেন্দ্র করে। এখন দেখার বিষয়—ধর্মেন্দ্র ছাড়া সানি এবং ববি দেওল আদৌ এই ফ্র্যাঞ্চাইজিকে এগিয়ে নিতে আগ্রহী হন কি না।