‘অর্ডার ছাড়া বর্ডার ক্রস’ যেখানে নিষেধ, সেই বর্ডারই মিলিয়ে দিল তিন বন্ধুকে। এক সময় যাঁরা ছিলেন হরিহর আত্মা, এখন শুধুই ‘সহকর্মী’। রবিবার শিবপ্রসাদ-নন্দিতা রায় পরিচালিত ‘রক্তবীজ ২’-এর প্রি-রিলিজ পার্টিতে, মুক্তির আগে বক্স অফিসের চাপ ভুলে নেচে উঠলেন অঙ্কুশ হাজরা ও মিমি চক্রবর্তী। পার্টির আবহে বাজল সেই ‘অর্ডার ছাড়া বর্ডার ক্রস’, যার সুরে পর্দায় আগুন ঝরিয়েছেন নুসরত জাহান।

মিমি-নুসরতের বন্ধুত্ব অতীতের মধুর স্মৃতি। একে অপরকে ‘বোনুয়া’ বলে ডাকতেন তাঁরা। প্রতিদ্বন্দ্বিতা তো দূরস্ত, হাতে হাত রেখে পার করতেন কঠিন মুহূর্ত। অথচ সময় যত গড়ায়, নিভে যায় যোগাযোগ। ধুলো পড়ে বন্ধুত্বে। পেশাগত পরিধির বাইরে দুই নায়িকার আর কোনও সমীকরণই নেই যেন! ঠিক একই ভাবে অঙ্কুশের সঙ্গেও দূরত্ব তৈরি হয় নুসরতের। এক সময় জুটি হিসাবে একাধিক হিট ছবি উপহার দিয়েছেন নায়ক-নায়িকা। শোনা যেত, পর্দার প্রেম বাস্তবেও গড়িয়েছিল কিছুটা। তা নিয়ে যদিও আগাগোড়াই মুখে কুলুপ এঁটেছেন দু’জন। কিন্তু হাজারও গুঞ্জন-জল্পনার ভিড়ে তাঁদের সেই সহজ বন্ধুত্ব এখন অতীত। নাম না করে একাধিক বার নুসরতকে কটাক্ষও করেছেন অঙ্কুশ। অন্য দিকে, নুসরত নীরবতাকে সঙ্গী করে দূরত্ব করেছেন রচনা। অথচ মিমি-অঙ্কুশের বন্ধুত্ব এখনও অটুট।

প্রি-রিলিজ পার্টিতে নুসরত ছিলেন না ঠিকই। কিন্তু ‘অর্ডার ছাড়া বর্ডার ক্রস’-এ যে মুগ্ধতা তিনি ছড়িয়েছেন, তাকে এড়িয়ে যাওয়ার উপায় নেই। সম্পর্ক যেমনই হোক, সেই গানের সুরে নির্দ্বিধায় নেচে উঠেছেন নায়িকার দুই ‘প্রাক্তন’ বন্ধু। মিমি-অঙ্কুশ যখন মঞ্চে নাচ করছেন, তাঁদের ঠিক পিছনে, পর্দায় রয়েছেন নুসরতও। তাঁকে দেখেই তাঁর সঙ্গে যেন পা মেলানোর চেষ্টা নায়ক-নায়িকার। সকলের অজান্তে তিন বন্ধুর মধ্যে তৈরি হওয়া অদৃশ্য সীমারেখা মুছে দিল সেই গান। 

‘রক্তবীজ-’এ যেমন রয়েছেন তাবড় তাবড় তারকা, তেমনই রয়েছে গুলি-বোমা-বন্দুক। ট্রেলার দেখে বুঝতে অসুবিধা হয় না, প্রথম ছবির কাহিনি অনুসরণ করেই এগোবে এই ছবির গল্প। ভারত বাংলাদেশের কূটনৈতিক এবং রাজনৈতিক টানাপোড়েন দেখানো হবে ছবিতে। যখনই ভারত বাংলাদেশ সম্পর্ক বন্ধুত্বের দিকে যায় তখনই শুরু হয় নতুন চক্রান্ত। এখানে দেখানো হয়েছে তেমনই।সকলেই জানেন, রক্তবীজ-এ ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের চরিত্রটি তৈরি ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত প্রণব মুখোপাধ্যায়ের চরিত্রের আদলে। অনেকেই মনে করছেন, তাঁর জীবনের ছায়া রয়েছে ছবিতে।  

মিমি-অঙ্কুশ পর্দায় প্রতিদ্বন্দ্বী। এত বছর আদ্যোপান্ত প্রেমের ছবি করে এই প্রথম পর্দায় লড়াইয়ের ময়দানে মুখোমুখি হবেন নায়ক-নায়িকা। অঙ্কুশ জিহাদি, মিমি ডাকাবুকো পুলিশ অফিসার। কেমন হবে তাঁদের দ্বৈরথ? এখন সেটাই দেখার।

২৬ সেপ্টেম্বর মুক্তি পাবে ‘রক্তবীজ ২’। অনেকেই মনে করছেন, এই ছবির ভবিষ্যৎ পূর্ব-নির্ধারিত। ব্লকবাস্টার তকমা নাকি বাঁধাধরা। অঙ্কুশ যদিও এখনই এতটা নিশ্চিত হতে চান না। তাঁর কথায়, “আগে থেকেই এতটা ভেবে নেওয়া ঠিক নয়। তবে এটা সত্যি যে, একটা সুপারহিট ছবির সিক্যুয়েল করলেই ৫০ শতাংশ কাজ হয়ে যায়। ‘রক্তবীজ’এ দর্শক যা দেখেছেন, ‘রক্তবীজ’২ তার কয়েক গুণ বেশি চমক পাবেন। মানুষের যেহেতু আগে থেকেই এই ছবি নিয়ে একটা আগ্রহ তৈরি হয়েছে, তাই আশা করছি, বক্স অফিসে একটা ভাল ফিগারই দেখতে পাব।”