সংবাদ সংস্থা মুম্বই: হাসির বন্যা, সিক্যুয়েলের শোরগোল সঙ্গে নতুন জুটির টানাপড়েন—সব মিলিয়ে মুক্তি পেল অজয় দেবগণের ‘সন অফ সর্দার ২’-এর ট্রেলার। শুক্রবার প্রকাশ্যে এল এই বহু প্রতীক্ষিত ছবির ট্রেলার। এবার সর্দারের গল্প পাঞ্জাব ছেড়ে পৌঁছে গিয়েছে স্কটল্যান্ডে। প্রথম দৃশ্যেই প্রশ্ন ছুঁড়ে দেওয়া হয়েছে দর্শকদের দিকে—“স্কটল্যান্ডে কি আদৌ টিকতে পারবে সে?” শুরু থেকেই ছবিজুড়ে রয়েছে একগাল হাসির আমেজ।

 

ট্রেলারের ভিডিওর গোড়ায় দেখা যায়, অজয় দেবগণের  চরিত্র এক বৃদ্ধা মহিলার (যাকে সে ডাকে ‘বেবে’) পোল ডান্স দেখে চমকে যায়, এবং পরক্ষণেই সেই মহিলা লুটিয়ে পড়েন! এখান থেকেই স্পষ্ট—এই ছবিতে ভুল বোঝাবুঝির হাসি-তামাশা থাকবে ভরপুর। এরপর মঞ্চে আসে ম্রুণাল ঠাকুরের চরিত্র, যিনি এই ছবির নায়িকা। প্রেম, বিয়ে আর পাগলামি—সব মিলিয়ে অজয়-ম্রুণালের জুটি কাউকে বিয়ে দেওয়ার মিশনে ব্যস্ত। সঙ্গে অ্যাকশন, রোম্যান্স আর কমেডি তো থাকছেই।

 

সেনা অফিসারদের জীবনকেও ছুঁয়ে যায় ছবির একাংশ। এক দৃশ্যে পাকিস্তানকে কটাক্ষ করে অজয় বলেন, “ওরা আমাদের দেশে বোম ফেলছে”। আর এক দৃশ্যে ‘বর্ডার’ ছবির সানি দেওলের প্রতি ইঙ্গিত রেখেই বলা হয়েছে একটি সংলাপ। এছাড়াও ট্রেলারে নজর কেড়েছেন সদ্য প্রয়াত মুকুল দেব, রবি কিষণ, বিন্দু দারা সিং ও কুবরা সেঠ। প্রথম ছবির জনপ্রিয় সংলাপ “জাস্ট জোকিং” আর “কদি হস্ ভি লিয়া কারো ” ফেরানো হয়েছে এই ট্রেলারে, যা দর্শকের মধ্যে ফিরিয়ে এনেছে নস্টালজিয়া ।

 

 

তবে ট্রেলার দেখে ভক্তদের তরফে কিন্তু এসেছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ এ ছবিতে সোনাক্ষী সিনহাকে মিস করছেন, বলছেন, “সোনাক্ষী ছাড়া ছবি অসম্পূর্ণ”। কেউ আবার একে বলছেন “সার্কাস ২.০”, কারও মতে “সিক্যুয়েল বানানোর আগে লাইসেন্স নেওয়া উচিত!” তবে অনেকে বলছেন, “অজয় আবার কমেডিতে ফিরলেন, খানিক আগ্রহ বাড়ছে!”

 

আরও পড়ুন: আসছে ‘গোলমাল ৫’! কবে, কোথায়, কখন থেকে এই ছবির শুটিং শুরু করবেন রোহিত শেট্টি- অজয় দেবগণ?

 

প্রসঙ্গত, ২০১২ সালে অজয় দেবগণের প্রযোজিত ‘সন অফ সর্দার’–এর মুক্তি নিয়ে সংঘর্ষ বাধে যশ রাজ ফিল্মস-এর ছবি ‘যব তক হ্যায় জান’–এর সঙ্গে। আর এই সংঘাতের মাঝখানে পড়ে একেবারে অসহায় হয়ে পড়েন কাজল।  কারণ একটা সময় ছিল, যখন কাজল ছিলেন যশ রাজ ফিল্মস-এর প্রিয় নায়িকা।  দীর্ঘ এক দশক এই প্রসঙ্গে নিঃশব্দ থেকেছেন তিনি। কিন্তু সম্প্রতি একটি সাক্ষাৎকারে কাজল অবশেষে মুখ খুললেন এই বিষয়ে। জানালেন, সেই যন্ত্রণার কথা, যেখানে তিনি ছিলেন সেই দু’পক্ষের মাঝে পড়ে যাওয়া তাদের ‘ভালবাসার মানুষ’—কিন্তু করতে পারছিলেন না কিছুই।

 

সাক্ষাৎকারে কাজল বলেন— “ঝগড়া কখনওই সহজ নয়, আর যদি দীর্ঘদিন তা অমীমাংসিত থেকে যায়, তা হলে তো আরও কঠিন। ওটা এমন একটা পরিস্থিতি ছিল যেখানে দু’দিকেই আমি ঘনিষ্ঠ ছিলাম। দু’পক্ষই নিজের পক্ষে লড়ছিল। আমি কিছু করতে পারিনি—এবং সেটা ছিল খুব কষ্টের।” তিনি আরও যোগ করেন— “এইরকম সময়ে সবথেকে ভাল পন্থা হল চুপ করে থাকা, সময়কে যেতে দেওয়া। কারণ সময়ই একমাত্র জিনিস যা বদল আনতে পারে।”

 

আগামী ২৫ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘সন অফ সর্দার ২’। পরিচালনায় বিজয় কুমার অরোরা, প্রযোজনায় অজয় দেবগণ ও জিও স্টুডিওস। সর্দার-এর নতুন অধ্যায় শুরু হলেও পুরনো হাসির ছোঁয়া থাকবে, এমনটাই কিন্তু ইঙ্গিত দিচ্ছে ‘সন অফ সর্দার ২’-এর ট্রেলার।