বলিউডে এখন 'সাইয়ারা'র ঝড়। এই ছবি মুক্তির আগেই ১২.৫ কোটির ব্যবসা, ভেঙে দিয়েছিল দুই দশকের রেকর্ড! মোহিত সুরি পরিচালিত, যশরাজ ফিল্মস প্রযোজিত নতুন রোমান্টিক মিউজিক্যাল ড্রামা ‘সাইয়ারা’ ১৮ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।
তারকা মুখ নেই, তবে প্রি-রিলিজে যা করল এই ছবি, তা বলিউডের ইতিহাসে নতুন অধ্যায় লিখে দিয়েছিল আনকোরা নতুন কোনও জুটি নিয়ে তৈরি ছবি এত বড় সাফল্য এর আগে পায়নি, অন্তত গত ২০ বছরে! ছবির নতুন দুই অভিনেতা-অভিনেত্রী অহন পাণ্ডে ও অনীত পাড্ডা অভিনীত এই ছবির প্রি-বুকিং টিকিট থেকেই জমেছিল ১২.৪৯ কোটি টাকা!
ছবিতে অহন পাণ্ডের সঙ্গে রোমান্স করছেন অনিত পড্ডা। তাঁদের দু'জনের অনস্ক্রিন রসায়ন ভক্তদের মধ্যে রীতিমতো আলোড়ন তুলেছে। দর্শক তাঁদের জুটি পছন্দ করছেন। মুক্তির কিছুদিন আগেই ছবির সেন্সর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। কিন্তু সেন্সর বোর্ড ছবিটি থেকে একাধিক দৃশ্য বাদ দেওয়ার দাবি জানানো হয়। সেই মতো ছবির এডিট ভার্সান মুক্তি পেলেও সিনেপ্রেমীদের মধ্যে এই ছবি ঝড় তোলে। 'সাইয়ারা'র প্রথম দিনেই বক্স অফিসে আয় ২০ কোটি টাকা। যা ভবিষ্যতে রেকর্ড গড়বে বলেই আশা করছেন বিশেষজ্ঞরা।

এদিকে, ২৫ জুলাই মুক্তি পাওয়ার কথা ছিল অজয় দেবগণ-এর 'সন অব সর্দার ২'। এই ছবিতে অজয় জুটি বেঁধেছেন অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের সঙ্গে। কিন্তু বর্তমানে 'সাইয়ারা'র দাপটের জেরে ছবির মুক্তি পিছিয়ে দেওয়ার পরিকল্পনা করেছেন অজয়। জানা যাচ্ছে 'সন অব সর্দার ২' মুক্তি পেতে চলেছে আগামী পয়লা আগস্ট। আসলে 'সাইয়ারা'র বক্স অফিসে সাফল্য দেখেই এমন সিদ্ধান্ত নিয়েছে ছবির নির্মাতারা। এই খবর সামনে আসতেই এখন নেটপাড়ায় প্রশ্ন উঠছে, তবে কি অহনকে ভয় পেলেন অজয়?
আরও পড়ুন: কপিল শর্মার শো-এ এসে বিরাট বিপদ! তড়িঘড়ি শাশুড়িকে নিয়ে কেন হাসপাতালে ছুটলেন পরিণীতি চোপড়া?
‘সন অব সর্দার ২’-এর গান ‘পহলা তু’-তে অজয় দেবগণ আর ম্রুণাল ঠাকুরের আজব হাত-নাচ দেখে নেটপাড়া এখন যাকে বলে 'মিম-উইথ-তন্দুরি!' সেই মিউজিক ভিডিওতেই দেখা যাচ্ছে, অজয় দেবগণ ম্রুণালকে জড়িয়ে ধরে শুধুই হাতের ভঙ্গিমায় নেচে চলেছেন (না কি নাচার চেষ্টা করছেন?) নেটপাড়ার বড় অংশের রসিক মন্তব্য - এ যেন ফিজিক্যাল এডুকেশনের অদ্ভুত সংস্করণ!

এই প্রসঙ্গে ‘সন অব সর্দার ২’-এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে তিনি বলেন—“আপনারা আমার মজা উড়াচ্ছেন, কিন্তু জেনে রাখুন এই নাচটুকু করাটাও আমার জন্য খুব কঠিন ছিল। যাই হোক, আমি তো এটা করেই ফেলেছিএবার তার জন্য একটা অন্তত ধন্যবাদ দিন।আমাকে ” পাশ থেকে ম্রুণাল ঠাকুর হেসে যোগ করলেন— “দেখতে খুব সহজ লাগলেও, এই নাচটা করতে গেলে মাথার দারুণ ব্যায়াম হয়ে যায়!”
গত ১১ জুলাই মুক্তি পেয়েছে ‘সন অব সর্দার ২’-এর ট্রেলার। স্কটল্যান্ডের চোখ ধাঁধানো প্রাকৃতিক দৃশ্যের মাঝে এই ছবিতে রয়েছে অ্যাকশন, কৌতুক, নাটক আর একেবারে পাঞ্জাবি তেজ! ইনস্টাগ্রামে ট্রেলার শেয়ার করে অজয় লিখেছিলেন— “অ্যাকশন! ইমোশন! কনফিউশনের ভাণ্ডার। জসসি ফিরেছে, আর এবার সবকিছু ডাবল! সতর্কতা: এই ট্রেলার অতিরিক্ত হাসি, বিভ্রান্তি এবং সর্দার-সাইড এফেক্ট তৈরি করতে পারে!”
বিজয় কুমার অরোরা পরিচালিত এই ছবি ভরা একেবারে তারকাখচিত কাস্ট-এ। অজয়-ম্রুণাল ছাড়াও রয়েছেন সঞ্জয় মিশ্র, বিন্দু দারা সিং, ডলি আহলুওয়ালিয়া, নীরু বাজওয়া, চাঙ্কি পান্ডে, কুব্বরা সেঠ, দীপক ডোবরিয়াল, রোশনি ওয়ালিয়া, শরৎ সাক্সেনা, সাহিল মেহতা প্রমুখ। প্রয়াত মুকুল দেবের একটি ক্যামিও-ও রয়েছে এই ছবিতে।
