বলিউডের অন্যতম প্রতীক্ষিত সিক্যুয়েল ‘নো এন্ট্রি ২’ ঘিরে ফের তীব্র আলোড়ন। একদিকে একের পর এক তারকার চলে যাওয়া, অন্যদিকে এই ছবি ঘিরে প্রযোজক বনি কাপুরের শান্ত আশ্বাস, সব মিলিয়ে এখন পুরো ইন্ডাস্ট্রির চোখ এই প্রজেক্টের দিকে।

সূত্রের খবর, ব্যস্ততার কারণেই ‘নো এন্ট্রি ২’ থেকে সরে দাঁড়াতে হয়েছে বরুণ ধাওয়ানকে। বরুণ নাকি এই কমেডি সিক্যুয়েল নিয়ে যথেষ্ট উচ্ছ্বসিত ছিলেন, কিন্তু শেষমেশ ‘ভেড়িয়া ২’–এর শুটিংয়ের তারিখের ফাঁকে এই ছবির জন্য ডেট মেলানো সম্ভব হয়নি। প্রযোজনা সংস্থার এক ঘনিষ্ঠ সূত্র মারফত খবর, “বরুণ খুবই উত্তেজিত ছিল ‘নো এন্ট্রি ২’–এর জন্য, কিন্তু ভেড়িয়া ২–এর শুটিং শিডিউল ফাইনাল হয়ে গিয়েছে। তাই এখন  ‘নো এন্ট্রি ২’-এর নতুন কাস্ট কম্বিনেশন নিয়ে ভাবনাচিন্তা চলছে। তবে হ্যাঁ, অর্জুন কাপুর এখনও এই ছবির সঙ্গে যুক্ত রয়েছেন।

এই খবর ছড়িয়ে পড়তেই বলিউডে গুঞ্জন ছড়ায় ,প্রশ্ন ওঠে, ‘নো এন্ট্রি ২’ কি এবার বিপাকে? কারণ, কয়েকদিন আগেই শোনা গিয়েছিল দিলজিৎ দোসাঞ্জও নাকি প্রজেক্টটি থেকে সরে গেছেন মতপার্থক্যের কারণে। যদিও প্রযোজক বনি কাপুর সেই দাবি উড়িয়ে দিয়ে বলেন, “হ্যাঁ, শুটিংয়ের ডেট নিয়ে সমস্যা আছে ঠিকই, কিন্তু সৃজনশীল ব্যাপারে কোনও মতপার্থক্য হয়নি। আমরা চেষ্টা করছি সব ঠিকঠাক করতে।”

অন্য আরেক সূত্রের খবরও প্রায় একই, দিলজিৎ প্রথমে খুবই উত্তেজিত ছিলেন বরুণ ও অর্জুনের সঙ্গে কাজ করার সুযোগে, কিন্তু শেষ পর্যন্ত ছবির সৃজনশীল বিষয়ে নিয়ে কিছু মতবিরোধ তৈরি হয়। তবে বনি কাপুর নাকি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সব ঠিক হয়ে যাবে, তাঁরা সব ডেট সামলে নেবে। 

এক সাক্ষাৎকারে বনি কাপুর জানিয়েছিলেন, ‘নো এন্ট্রি ২’ ছবির শুটিং শুরু হবে ২০২৫ সালের জুন মাসে, আর মুক্তি পাবে ২০২৬-এর দীপাবলিতে। তাঁর দাবি ছিল, “ ছবির শুটিং শিগগিরই শুরু হবে। এটা আগের ‘নো এন্ট্রি’–র থেকেও ভাল হবে।”

অন্যদিকে বরুণ ধাওয়ানের কাজের ক্যালেন্ডার এখন ঠাসা। সামনে ‘ভেড়িয়া ২’, ‘বর্ডার ২’, এবং ‘হ্যায় জওয়ানি তো ইশ্‌ক হোনা হ্যায়’–এর মতো একাধিক প্রজেক্ট। আবার শোনা যাচ্ছে, ‘বদলাপুর’–এর নির্মাতা দীনেশ ভিজনের সঙ্গে বরুণের নতুন এক ফিল্মও শিগগিরই শুরু হতে চলেছে যা নাকি সম্পূর্ণ ভিন্ন ধারার গল্প হতে চলেছে।

সব মিলিয়ে, বরুণের ব্যস্ততা আর দিলজিতের গুঞ্জনের মধ্যে বনি কাপুরের ‘নো এন্ট্রি ২’ এখন দাঁড়িয়ে এক চৌরাস্তার মুখে। তবু প্রযোজকের ভরসা অটুট, “এই ছবিটা আগের চেয়ে বড়, মজাদার আর একেবারে নতুনভাবে দর্শককে চমক দেবে।”

বলিউডের দর্শকরা এখন শুধু অপেক্ষায়- কে শেষ পর্যন্ত করবেন ‘নো এন্ট্রি ২’-এ এন্ট্রি, আর কে চিরতরে বলবেন ‘এক্সিট’?