নিজস্ব সংবাদদাতা: ছোটপর্দার জনপ্রিয় মুখ অপরাজিতা ঘোষ দাস। স্টার জলসার 'এখানে আকাশ নীল' ধারাবাহিকের মাধ্যমে দর্শকমনে পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছেন তিনি। এরপর 'একদিন প্রতিদিন', 'কোজাগরী', 'কুসুম দোলা'র মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন।
অপরাজিতাকে ছোটপর্দায় শেষ দেখা গিয়েছিল 'এক্কাদোক্কা' ধারাবাহিকে। এই ধারাবাহিকে নায়িকার বোনের চরিত্রে অভিনয় করেছিলেন। এরপর আর কোনও ধারাবাহিকে দেখা যায়নি তাঁকে। কিন্তু এবার টলিপাড়ার অন্দরের খবর, দীর্ঘ ৯ বছর পর ছোটপর্দায় নায়িকার চরিত্রে ফিরছেন তিনি। লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা 'ম্যাজিক মোমেন্টস'-এর আসন্ন ধারাবাহিকে নায়িকা হতে চলেছেন অপরাজিতা।
সূত্রের খবর, লীনা গঙ্গোপাধ্যায়ের হাত ধরে আসছে এক অসমবয়সী প্রেম কাহিনি। যার মুখ্য চরিত্রে থাকছেন অপরাজিতা। তাঁর বিপরীতে নায়কের চরিত্রে কাকে দেখা যাবে এই নিয়ে চলছে জল্পনা। খবর ছড়িয়ে পড়তেই দর্শক 'এখানে আকাশ নীল' জুটিকে ফেরানোর দাবি জানাচ্ছেন। অর্থাৎ অভিনেতা ঋষি কৌশিক ও অপরাজিতার জুটিকে আরও একবার পর্দায় ফিরে পেতে চাইছেন তাঁরা। কিন্তু এখনও পর্যন্ত এই খবরে চূড়ান্ত সিলমোহর দেননি নির্মাতারা।
এখনও নাম চূড়ান্ত হয়নি ধারাবাহিকের। এখনও চলছে অভিনেতা নির্বাচন পর্ব। জানা যাচ্ছে, সবকিছু ঠিক থাকলে আগামী বছরের শুরুতেই স্টার জলসায় ফিরছেন অপরাজিতা।
