নিজস্ব সংবাদদাতা: জি বাংলার 'আনন্দী' ধারাবাহিকের মাধ্যমে ছোটপর্দায় ফিরেছিলেন অভিনেত্রী অন্বেষা হাজরা। তবে এই মুহূর্তে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি এই অভিনেত্রী, বন্ধ রাখতে হয়েছে শুটিংও। হঠাৎ কী এমন হল অভিনেত্রীর?


সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে এই কথা জানিয়েছেন অভিনেত্রী নিজেই। অসুস্থতা নিয়েই শুটিং করছিলেন অন্বেষা। তবে এতটাই অসুস্থ হয়ে পড়েন যে হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। ধারাবাহিকেও দেখানো হচ্ছে না তাঁর চরিত্রটিকে। আসল কারণ জানার জন্য সামাজিক মাধ্যমে পোস্ট করতে শুরু করেন অনুরাগীরা। অবশেষে আসল কারণ নিজেই জানালেন অভিনেত্রী। 

হাতে নল লাগানো, হাসপাতালে বেডে শোয়া একটি ছবি পোস্ট করে অন্বেষা লিখেছেন, 'ডেঙ্গু এবং টাইফয়েডের কারণে আমি হাসপাতালে ভর্তি হয়েছি। গত ১১ নভেম্বর আমি শেষবার শুটিং করেছিলাম তাও জ্বর নিয়ে। অ্যান্টিবায়োটিক চলার পরেও তাপমাত্রা না কমায় আমি হাসপাতালে ভর্তি হই। তবে এই মুহূর্তে ভাল আছি, সবকিছুই ঠিক আছে। আশাকরি সামনের সপ্তাহ থেকে আপনাদের সঙ্গে দেখা হবে।'


এই মুহূর্তে ছোটপর্দার পাশাপাশি বড়পর্দায় কাজ কাজ করছেন অভিনেত্রী। তবে এখন কয়েকদিন ঋত্বিক-অন্বেষা জুটিকে পর্দায় দেখতে পাবেন না দর্শক। তবে খুব শীঘ্রই সুস্থ হয়ে কাজে ফিরবেন বলেই জানিয়েছেন অন্বেষা।