আজকাল ওয়েবডেস্ক : প্রতি ভারতীয় যেখানে চোখ বুজে ভরসা করেন সেটা হল পোস্ট অফিস। বহু বছর ধরে পোস্ট অফিস মানুষের বিশ্বাস অর্জন করেছে। এখানে এমন অনেক প্রকল্প রয়েছে যেখানে টাকা বিনিয়োগ করলে ভালো রিটার্ন পাওয়া যায়।
টার্ম ডিপোজিট প্রকল্প রয়েছে পোস্ট অফিসে। এখানে বিনিয়োগ করলে ব্যাঙ্ক থেকে বেশি সুদ মিলবে। এখানে আপনি ১, ২, ৩, ৫ বছরের জন্য বিনিয়োগ করলে অনেক বেশি লাভ পাবেন।
এখানে বিনিয়োগ করলে আপনার টাকা হয়ে যাবে দ্বিগুন। এখানে সুদ রয়েছে ৭. ৫%। যদি এখানে নিজের টাকা দ্বিগুন করতে চান তাহলে ৯ বছর ৬ মাস ধরে আপনাকে বিনিয়োগ করতে হবে। যদি ৫ লক্ষ টাকা ৭. ৫% হারে ৫ বছরের জন্য রাখেন তাহলে আপনি পাবেন ৭ লক্ষ ২৪ হাজার ৯৭৪ টাকা।
এই একাউন্ট আপনি নিজে একা খুলতে পারেন। দুজনে মিলে করতে পারেন বা তিনজনের নাম এখানে যোগ করতে পারেন। রাখতে পারেন নমিনি একজন। তবে যদি সময়ের আগে টাকা তুলে নেন তাহলে এই সুবিধা মিলবে না।
