আজকাল ওয়েবডেস্ক: গ্র্যাচুয়িটি নিয়ে খুশির খবর। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের গ্র্যাচুয়িটির পরিমান বাড়তে চলেছে। যেখানে এতদিন পর্যন্ত গ্র্যাচুয়িটি ছিল ২০ লক্ষ টাকা। সেখানে এই টাকার পরিমান বাড়িয়ে করা হল ২৫ লক্ষ টাকা। কেন্দ্রীয় সরকারি কর্মীরা যাতে তাদের চাকরির মেয়াদ বৃদ্ধির পর এই টাকা ঘরে নিয়ে যেতে পারেন সেদিকে নজর দিতেই এই ব্যবস্থা করা হয়েছে।
 
 অনেকেই হয়তো জানেন না ২০২৪ সালের ১ জানুয়ারি থেকেই নতুন এই নিয়ম চালু হয়ে গিয়েছে। ফলে এখান থেকে তাদের ডিএ বাড়বে বলেই খবর মিলেছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারী যারা বিভিন্ন কারখানা,খনি, তেলের খনি, বনসৃজন, বন্দর, রেল, পরিবহন বিভাগে কাজ করেন তারা সকলেই এর সুবিধা পাবেন। 
 
 এই সুবিধা তৈরি করার প্রধান টার্গেট হল যাতে কেন্দ্রীয় সরকারি কর্মীরা নতুনভাবে নিজেদের জীবন শুরু করতে পারেন। পাশাপাশি যতদিন না পর্যন্ত পুরাতন স্থানে নতুন কর্মী পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হচ্ছে ততদিন পর্যন্ত যাতে সেই বিভাগে কাজ থেমে না থাকে।
 
 কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের গ্র্যাচুয়িটির মধ্যে তারা অতিরিক্ত ৫ বছরের কাজের সুযোগ পান। ফলে সেই অনুপাতে তাদের টাকা দেওয়া হয়ে থাকে। এই ৫ বছরে তারা একজন কর্মীর মতো সমস্ত সুবিধাই ভোগ করে থাকেন। যদি হঠাৎ করে তিনি মারা যান তাহলে তার নিমিনি তার সমস্ত টাকা পাবেন ফলে সেখানেও বাড়তি সুবিধা থাকে। 
 
 যারা গ্র্যাচুয়িটি পান তাদের জন্য কেন্দ্রীয় সরকারের বিশেষ পোর্টাল রয়েছে। সেখানে গিয়ে নিজের সমস্ত তথ্য আপলোড করলেই সহজে মিলে যাবে গ্র্যাচুয়িটির টাকা। ৩০ দিনের মধ্যে আপনার টাকা নিজের অ্যাকাউন্টে ঢুকে যাবে। 
