আজকাল ওয়েবডেস্ক: নিজের টাকা যদি সঠিকভাবে বাড়াতে চান তাহলে আপনার কাছে সবথেকে ভাল অপশন হল মিউচুয়াল ফান্ড। যদি সঠিক পরিকল্পনা করে এখানে আপনি বিনিয়োগ করতে পারেন তাহলে সেখান থেকে ভাল রিটার্ন পাবেন।
এসবিআই হল দেশের সেই প্রধান সারির ব্যাঙ্ক যেখান থেকে আপনি বিনিয়োগ করার আগে নিশ্চিন্ত হতে পারেন। যদি এখানে সঠিকভাবে বিনিয়োগ করতে পারেন তাহলে আপনার টাকা অতি সহজেই ভাল রিটার্ন দেবে।
এসবিআই ফ্লেক্সিক্যাপ ফান্ড, এসবিআই লার্জ অ্যান্ড মিডক্যাপ ফান্ড এবং এসবিআই কনসামপশান অপরচুনিটিস ফান্ড। এই তিনটি জায়গাতে যদি সঠিকভাবে বিনিয়োগ করতে পারেন তাহলে সেখান থেকে আপনি ভাল রিটার্ন পেয়ে যাবেন।
এই তিনটি জায়গাতে যদি আপনি বিনিয়োগ করেন তাহলে নিজের টাকা ৩০ দিনের মধ্যেও ফেরত পেতে পারেন। আপনার এক্সিট লোড থাকবে ০.১০ শতাংশ। যদি নির্ধারিত সময় পার করেও যায় তাহলেও সেখান থেকে আপনার বিশেষ ক্ষতি হবে না।
এসবিআই ফ্লেক্সিক্যাপ ফান্ডে যদি সরাসরি বিনিয়োগ করতে পারেন তাহলে সেখান থেকে সিএজিআর পাবেন ১৪.৭ শতাংশ করে তিন বছরের মধ্যেই। যদি ৫ বছরের জন্য বিনিয়োগ করেন তাহলে পাবেন ১৩.৭৯ শতাংশ করে।
এসবিআই লার্জ অ্যান্ড মিডক্যাপ ফান্ডে যদি আপনি সরাসরি বিনিয়োগ করেন তাহলে সেখানে সিএজিআর পাবেন ৩ বছরে ২০.৬৭ শতাংশ। যদি ৫ বছরের জন্য বিনিয়োগ করেন তাহলে সুদ পাবেন ২৬.৯৬ শতাংশ। যদি ১০ বছরের জন্য বিনিয়োগ করেন তাহলে সিএজিআর পাবেন ১৫.৪৮ শতাংশ।
এসবিআই কনশামপশন অপরচুনিটি ফান্ডে যদি সরাসরি বিনিয়োগ করেন তাহলে সেখানে সিএজিআর পাবেন ৩ বছরে ১৯.৭৩ শতাংশ। যদি ৫ বছরে বিনিয়োগ করেন তাহলে পাবেন ২৭.৯০ শতাংশ। যদি ১০ বছরের জন্য বিনিয়োগ করেন তাহলে পাবেন ১৭.১১ শতাংশ।
তবে যেখানেই বিনিয়োগ করুন না কেন আগে সমস্ত তথ্য ভাল করে যাচাই করে নেবেন। যদি আপনার কোনও ক্ষতি হয় তাহলে তার দায় আজকাল ডিজিটাল নেবে না।
