আজকাল ওয়েবডেস্ক: যদি নিজের ভবিষ্যতকে সঠিক পথে নিয়ে যেতে চান তাহলে আপনাকে বেছে নিতে হবে মিউচুয়াল ফান্ড। তবে কোথায় বিনিয়োগ করবেন সেটা আগে থেকে যদি জানা থাকে তাহলে সেখানে কাজ অনেকটা হাল্কা হয়ে যায়। 


বেশ কয়েকটি মিউচুয়াল ফান্ড রয়েছে যেখানে আপনি যদি ১ লাখ টাকা বিনিয়োগ করতে পারেন সেটি ২ বছরের মধ্যে ২ লাখ টাকা হয়ে যাবে। অর্থাৎ সেই টাকা দ্বিগুন হয়ে যাবে। তবে নিজের টাকা বিনিয়োগ করার আগে জেনে নিতে হবে কোথায় আপনাকে বিনিয়োগ করতে হবে।


এইচডিএফসি ডিফেন্স ফান্ডে আপনি ১ লাখ টাকা রাখতে পারেন। এখানে সিএজিআর রয়েছে ৬০.৪ শতাংশ। ফলে সেখান থেকে আপনি পেতে পারেন ২ লাখ ৫৮ হাজার টাকা। 


বন্ধন স্মল ক্যাপ ফান্ডে যদি আপনি ১ লাখ টাকা রাখতে পারেন তাহলে ২ বছর পর আপনি পাবেন ২.০৫ লাখ টাকা। এখানে সিএজিআর আছে ৪৩.৩ শতাংশ। 


এসবিআই পিএসইউ ফান্ডে যদি আপনি ১ লাখ টাকা বিনিয়োগ করেন তাহলে সেখান থেকে আপনি পাবেন ২.০৩ লাখ। এখানে সিএজিআর রয়েছে ৪২.৩ শতাংশ। 


ইনভেসকো ইন্ডিয়া পিএসইউ ইকুইটি ফান্ডে যদি আপনি ১ লাখ টাকা বিনিয়োগ করতে পারেন তাহলে সেখানে ২ বছর পর ফেরত পাবেন ২.০১ লাখ টাকা। এখানে সিএজিআর রয়েছে ৪১.৬ শতাংশ।


এলআইসি এমএফ ইনফ্রাসট্রাকচার ফান্ডে যদি ১ লাখ টাকা বিনিয়োগ করতে পারেন তাহলে ২ বছর পর আপনি পাবেন ১.৯৯ লাখ টাকা। এখানে সিএজিআর রয়েছে ৪০.৪ শতাংশ।


মিউচুয়াল ফান্ড মানেই হল দীর্ঘসময় ধরে বিনিয়োগ। তবে এই কয়েকটি জায়গাতে যদি বিনিয়োগ করেন তাহলে সেখানে কম সময়ের মধ্যেই আপনি হাতে দ্বিগুন টাকা পেয়ে যাবেন।


তবে একটা বিষয় মনে রাখবেন। যেখানেই বিনিয়োগ করবেন তার আগে ভাল করে জেনে নেবেন। যদি বিনিয়োগ করতে গিয়ে আপনার কোনও আর্থিক ক্ষতি হয়ে থাকে তাহলে তার দায় আজকাল ডিজিটাল নেবে না। সেখানে নিজের বুদ্ধি দিয়েই আপনি কাজ করবেন।