আজকাল ওয়েবডেস্ক: ফ্লেক্সিক্যাপ মিউচুয়াল ফান্ড হল এমন ইকুইটি ফান্ড, যা অনেক বিনিয়োগকারী পোর্টফোলিও বৈচিত্র্য আনার জন্য এবং বাজারের বড় ওঠানামা থেকে ঝুঁকি কমানোর জন্য পছন্দ করেন। ফ্লেক্সিক্যাপ ফান্ডে ফান্ড ম্যানেজারকে অবশ্যই বড়, মাঝারি ও ছোট মূলধনী শেয়ারে বিনিয়োগ করতে হয় এবং অন্তত ৬৫% বিনিয়োগ ইকুইটিতে রাখতে হয়। ম্যানেজার যেকোনও মার্কেট ক্যাপের তালিকাভুক্ত কোম্পানির শেয়ার বেছে নিতে পারেন।


যখন শেয়ার বাজারে বড় রকমের ওঠানামা হয়, তখন ফান্ডটিকে বড় মূলধনী করে তোলা হয়, আবার যখন বাজার ঊর্ধ্বমুখী থাকে, তখন ছোট মূলধনী শেয়ারে বেশি বিনিয়োগ করা হয়।


এখানে আমরা গত ৩ বছরে সবচেয়ে বেশি বার্ষিক চক্রবৃদ্ধি রিটার্ন (CAGR) প্রদানকারী শীর্ষ ৫টি ফ্লেক্সিক্যাপ মিউচুয়াল ফান্ড তুলে ধরেছি। এছাড়াও জানুন, যদি আপনি প্রতিটি ফান্ডে এককালীন ২,৫০,০০০ বিনিয়োগ করতেন, তাহলে ৩ বছরে আপনার বিনিয়োগ কত হত।

আরও পড়ুন: সিনিয়র সিটিজেনদের জন্য সেরা সুযোগ, ফিক্সড ডিপোজিটে আকর্ষণীয় সুদ দিচ্ছে এই ব্যাঙ্কগুলি



মোতিলাল ওসওয়াল ফ্লেক্সি ক্যাপ ডিরেক্ট গ্রোথে ৩ বছরে বার্ষিক রিটার্ন: ২৪.২৫%। মোট AUM: ১৩,৭২৭ কোটি। NAV (৬ আগস্ট ২০২৫ অনুযায়ী): ৬৭.৮৯। সূচক: NIFTY 500 TRI। লঞ্চ থেকে বার্ষিক রিটার্ন: ১৮.৫৫% (এপ্রিল ২০১৪ থেকে)। এক্সপেন্স রেশিও: ০.৮৬%। সর্বনিম্ন SIP: ৫০০। সর্বনিম্ন লাম্প সাম: ১,০০০। ২,৫০,০০০ এককালীন বিনিয়োগের মূল্য ৩ বছরে বেড়ে হয়েছে: ৪,৭৯,৫৪৪.৮২। 



ইনভেসকো ইন্ডিয়া ফোকাসড ফান্ড ডিরেক্ট ফান্ডে ৩ বছরে বার্ষিক রিটার্ন: ২৪.১০%। মোট AUM: ৩,৪৩৫ কোটি। NAV (৬ আগস্ট ২০২৫): ১৯.৮৬। সূচক: BSE 500 TRI। লঞ্চ থেকে বার্ষিক রিটার্ন: ২১.৮০% (জানুয়ারি ২০২২ থেকে)। এক্সপেন্স রেশিও: ০.৫৮%। সর্বনিম্ন SIP: ৫০০।  সর্বনিম্ন লাম্প সাম: ১,০০০। ২,৫০,০০০ এককালীন বিনিয়োগের মূল্য এখন: ৪,৭৭,৮১০.১৩। 



জেএম ফ্লেক্সিক্যাপ ফান্ড ডিরেক্ট প্ল্যানে ৩ বছরে বার্ষিক রিটার্ন: ২৩.৯১%। মোট AUM: ৬,১৪৪ কোটি। NAV (৬ আগস্ট ২০২৫): ১০৯.৩৩। সূচক: BSE 100 TRI। লঞ্চ থেকে বার্ষিক রিটার্ন: ১৭.৮০% (জানুয়ারি ২০১৩ থেকে)। এক্সপেন্স রেশিও: ০.৫৩%। সর্বনিম্ন SIP: ৫০০।  সর্বনিম্ন লাম্প সাম: ১,০০০। ২,৫০,০০০ এককালীন বিনিয়োগের মূল্য এখন: ৪,৭৫,৬১৮.৮৭। 



এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ডিরেক্ট প্ল্যান গ্রোথে ৩ বছরে বার্ষিক রিটার্ন: ২৩.১৩%। মোট AUM: ৭৯,৫৮৫ কোটি। NAV (৬ আগস্ট ২০২৫): ২,১৩৮.৬৭। সূচক: NIFTY 500 TRI। লঞ্চ থেকে বার্ষিক রিটার্ন: ১৬.৯৬% (জানুয়ারি ২০১৩ থেকে)। এক্সপেন্স রেশিও: ০.৭২%। সর্বনিম্ন SIP: ৫০০। সর্বনিম্ন লাম্প সাম: ১,০০০। ২,৫০,০০০ এককালীন বিনিয়োগের বর্তমান মূল্য: ৪,৬৬,৬৯৩.৩৯। 


ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ফ্লেক্সি ক্যাপ ফান্ড ডিরেক্ট গ্রোথে ৩ বছরে বার্ষিক রিটার্ন: ২২.৫৬%। মোট AUM: ২,২০৯ কোটি। NAV (৬ আগস্ট ২০২৫): ৩৬.৩৪। সূচক: BSE 500 TRI। লঞ্চ থেকে বার্ষিক রিটার্ন: ২৮.৬৬% (জানুয়ারি ২০২০ থেকে)।এক্সপেন্স রেশিও: ০.৫৩%। সর্বনিম্ন SIP: ১,০০। সর্বনিম্ন লাম্প সাম: ৫,০০০। ২,৫০,০০০ এককালীন বিনিয়োগের বর্তমান মূল্য: ৪,৬০,২৪২.০২।