আজকাল ওয়েবডেস্ক: ফিক্সড ডিপোজিট মানেই হল আপনার কাছে একটি ভরসার জায়গা। এখানে বিনিয়োগ করলে সেখান থেকে আপনি ভাল টাকা রিটার্ন হিসেবে পেতে পারেন। দেশের বেশ কয়েকটি ব্যাঙ্ক রয়েছে যেখান থেকে আপনি ৮.৫০ শতাংশের বেশি সুদ পাবেন। এই সুদ পাবেন সিনিয়র সিটিজেনরা।


এইউ স্মল ফিনান্স ব্যাঙ্ক ২ বছর থেকে ৩ বছরের মধ্যে সুদ দেবে ৭.৬ শতাংশ। ইক্যুইটি স্মল ফিনান্স ব্যাঙ্ক ৮৮৮ দিনের জন্য সুদ দেবে ৮.২ শতাংশ। ইএসএএফ স্মল ফিনান্স ব্যাঙ্ক ৪৪৪ দিনের জন্য সুদ দেবে ৮.১ শতাংশ। 


জানা স্মল ফিনান্স ব্যাঙ্ক ১ বছর থেকে ৩ বছরে সুদ দেবে ৮.২৫ শতাংশ। স্লাইস স্মল ফিনান্স ব্যাঙ্ক ১৮ মাসে সুদ দেবে ৮.৫ শতাংশ। সূর্যোদয় স্মল ফিনান্স ব্যাঙ্ক ৫ বছরে সুদ দেবে ৮.৪ শতাংশ।


উজ্জীবন স্মল ফিনান্স ব্যাঙ্ক ২ বছরে সুদ দেবে ৮.১ শতাংশ। ইউনিটি স্মল ফিনান্স ব্যাঙ্ক ১০০১ দিনে সুদ দেবে ৮.২৫ শতাংশ। উৎকর্ষ স্মল ফিনান্স ব্যাঙ্ক ২ বছর থেকে ৩ বছরে সুদ দেবে ৮.৫ শতাংশ।


প্রসঙ্গত, গ্রাহকদের জন্য বড় ঘোষণা করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সম্প্রতি দেশের এই শীর্ষস্থানীয় ব্যাঙ্কটির তরফে ফিক্সড ডিপোজিটে সুদের হার কমানো হয়েছে। স্থায়ী আমানতের ক্ষেত্রে 0.2 শতাংশ সুদের হার কমানোর ঘোষণা করেছে এসবিআই। ইতিমধ্যেই 16 মে থেকে এই নয়া সুদের হার কার্যকর হয়ে গিয়েছে। সাধরণ গ্রাহকদের পাশাপাশি প্রবীণ নাগরিকদের জন্যও এই সুদের হার কমানোর ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাঙ্কটি। একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) –এর তরফে সকল মেয়াদের জন্যই ব্যাঙ্কটির ফিক্সড ডিপোজিট (FD) –এর সুদের হার 20 বেসিস পয়েন্ট কমিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: বছরে খরচ ৪৩৬ টাকা, মিলবে ২ লাখ টাকার জীবন বীমা, জেনে নিন কেন্দ্রের এই প্রকল্প


প্রসঙ্গত, প্রায় এক মাসের সময়ের ব্যবধানেই দ্বিতীয়বার সুদের হার হ্রাসের ঘোষণা করেছে দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কটি। এর আগে এপ্রিল মাসের 15 তারিখে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কটির তরফে সুদের হার হ্রাসের ঘোষণা করা হয়েছিল। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) -এর পক্ষ থেকে এটির সাম্প্রতিক মনিটারি পলিসি মিটিং (MPC) –এ রেপো রেট কমানোর ঘোষণা করা হয়েছে। দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কটির পক্ষ থেকে রেপো রেট হ্রাসের পদক্ষেপ গৃহীত হওয়ার পরেই এই ঘোষণা করেছে এসবিআই। এসবিআই –এর পাশাপাশি আরও বেশ কয়েকটি ব্যাঙ্কের পক্ষ থেকে একইভাবে তাদের FD রেট কমানোর ঘোষণা করা হয়েছে।


সাধারণ নাগরিকদের জন্য SBI, 3 কোটি টাকার কমে বার্ষিক 3.30 শতাংশ থেকে 6.70 শতাংশ ফিক্সড ডিপোজিট সুদের হার অফার করছে। 7 থেকে 45 দিনের মেয়াদের জন্য ফিক্সড ডিপোজিটে সুদের হার 3.30 শতাংশ। 46 থেকে 179 দিনের মেয়াদে সুদের হার 5.30 শতাংশ। 211 দিন থেকে এক বছরের কম সময়ের জন্য সুদের হার ধার্য করা হয়েছে 6.30 শতাংশ। এক বছর থেকে 2 বছরের কম সময়ের জন্য ধার্য করা সুদের হার 6.50 শতাংশ। 5 থেকে 10 বছরের মেয়াদে প্রযোজ্য সুদের হার 6.30 শতাংশ। এসবিআই বর্তমানে স্পেশাল ডিপোজিট স্কিমগুলি বাদ দিয়ে সাধারণ জনগনের জন্য 3.30 শতাংশ থেকে 6.70 শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য 3.80 শতাংশ থেকে 7.30 শতাংশের মধ্যে এফডি সুদের হার অফার করছে।