আজকাল ওয়েবডেস্ক: যারা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে চান তাদের কাছে একটি বড় সুযোগ। টাটা কোম্পানির এই তিনটি মিউচুয়াল ফান্ড আপনার টাকা দ্রুত বৃদ্ধি করবে। তবে আপনাকে হিসেব করে বিনিয়োগ করতে হবে।


টাটা মিড ক্যাপ ফান্ড:  এটি শুরু হয়েছে ১৯৯৪ সালের ১ জুলাই থেকে। এখানে মোট অ্যাসেট রয়েছে ৪ হাজার ৭০১ কোটি টাকার। এখানে রেশিও রয়েছে ১.৮৫ শতাংশ। যদি এখানে ১০ হাজার টাকা মাসে বিনিয়োগ করতে পারেন তাহলে সেখান থেকে আপনি ২০ বছরে পেতে পারেন ১.৭৩ কোটি টাকা। যদি এভাবে আপনি টানা ৩১ বছর ধরে বিনিয়োগ করতে পারেন তাহলে পাবেন ১১.২৭ কোটি টাকা।


টাটা ভ্যালু ফান্ড:  এটি শুরু হয়েছে ২০০৪ সালের ২৯ জুন থেকে। এখানে মোট অ্যাসেট রয়েছে ৮ হাজার ৫০৬ কোটি টাকার। এখানে রেশিও রয়েছে ১.৭৭ শতাংশ। যদি এখানে ১০ হাজার টাকা মাসে বিনিয়োগ করতে পারেন তাহলে সেখান থেকে আপনি ২০ বছরে পেতে পারেন ১.৪৯ কোটি টাকা। যদি এভাবে আপনি টানা ২১ বছর ধরে বিনিয়োগ করতে পারেন তাহলে পাবেন ১.৮১ কোটি টাকা।


টাটা এলিস ফান্ড:  এটি শুরু হয়েছে ১৯৯৬ সালের ৩১ মার্চ থেকে। এখানে মোট অ্যাসেট রয়েছে ৪ হাজার ৫৮২ কোটি টাকার। এখানে রেশিও রয়েছে ১.৮১ শতাংশ। যদি এখানে ১০ হাজার টাকা মাসে বিনিয়োগ করতে পারেন তাহলে সেখান থেকে আপনি ২০ বছরে পেতে পারেন ১.২৭ কোটি টাকা। যদি এভাবে আপনি টানা ২৯ বছর ধরে বিনিয়োগ করতে পারেন তাহলে পাবেন ৯.২৭ কোটি টাকা।


তবে যেখানেই বিনিয়োগ করবেন তার আগে ভাল করে দেখে নেবেন। যদি আপনার কোনও আর্থিক ক্ষতি হয় তাহলে তার দায় আজকাল ডিজিটাল নেবে না।