আজকাল ওয়েবডেস্ক: যারা সদ্য এসআইপি-তে বিনিয়োগ করা শুরু করেছেন তাদের কাছে এটি একেবারে সেরা ঠিকানা হতে পারে। যদি কেউ এখানে বেশি টাকা বিনিয়োগ করতে ভয় পান তাহলে তারা এখানে শুরুতে মাসে ২ হাজার টাকা করে বিনিয়োগ করতে পারেন। সেখান থেকেই খুলে যেতে পারেন আপনার ভাগ্যের চাবি।


অনেকে হয়তো বলবেন যে ২ হাজার টাকার এসআইপি কীভাবে আপনাকে বড়লোক করবে। তবে এটা জেনে রাখুন যদি আপনি টানা বিনিয়োগ করতে পারেন তাহলে এই ২ হাজার টাকা আপনার কাছে অনেক বেশি হয়ে রিটার্ন করতে পারে।


বিশেষজ্ঞরা মনে করছেন যদি কেউ মাসে ২ হাজার টাকা করেও বিনিয়োগ না করতে পারেন তাহলে তিনি মাসে ১ হাজার টাকা করেও বিনিয়োগ করতে পারেন। তবে আপনাকে নজর রাখতে হবে কোথায় আপনি বিনিয়োগ করছেন।


এবার চলে আসি টাকার হিসেবে। যদি আপনি ২ হাজার টাকা ২৫ বছর ধরে বিনিয়োগ করেন তাহলে সেখান থেকে আপনি সুদ পেতে পারেন ১২ শতাংশ করে। তাহলেই আপনি প্রায় ৩৪ লাখ টাকার মালিক হতে পারেন। তাই প্রথম থেকেই চিন্তাভাবনা করে যদি বিনিয়োগ করেন তাহলে সেখান থেকে আপনার হাতে ভাল রিটার্ন আসবে।


এসআইপি হল এমন একটি অস্ত্র যেখান থেকে আপনি নিজের ভবিষ্যৎকে সমৃদ্ধ করতে পারেন। যখন আপনি নিজের টার্গেট পূরণ করতে পারবেন তখন আপনি অতি সহজেই এখানে বিনিয়োগ করাটাই শ্রেষ্ঠ বলে মনে করবেন। 


এসআইপি-তে বিনিয়োগ আপনার অবসরকে নিশ্চিত করতে পারে। আপনার সন্তানের শিক্ষাকে সুরক্ষিত করতে পারে। আপনার হঠাৎ করে দরকারে লাগা টাকার পরিমান মেটাতে পারে। আপনি যেখানে পরিকল্পনা করবেন সেখানেই এই টাকা আপনার কাজে লাগবে।


বিশেষজ্ঞরা মনে করছেন এসআইপি-তে বিনিয়োগ করতে থাকুন এবং ভুলে যান আপনি এখানে বিনিয়োগ করছেন। তাহলেই দেখতে পারবেন একটি নির্দিষ্ট সময় পর ভাল টাকা রিটার্ন পাবেন।  


তবে যেখানেই বিনিয়োগ করবেন তার আগে ভাল করে দেখে নেবেন। যদি আপনার কোনও আর্থিক ক্ষতি হয় তাহলে তার দায় আজকাল ডিজিটাল নেবে না।