আজকাল ওয়েবডেস্ক: একটি ভাইরাল হোয়াটসঅ্যাপ বার্তা ঘিরে বিভ্রান্তি চরমে। সেখানে দাবি করা হয়েছে যে, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই) ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে ৫০০ টাকার নোটের প্রচলন বন্ধ করার প্রস্তুতি নিচ্ছে। হবিষয়টা কি সত্য? আরবিআই-য়ের পক্ষ থেকে ৫০০ টাকার নোট নিয়ে এমন খবর আনুষ্ঠানিকভাবে মিথ্যা এবং বিভ্রান্তিকর বলে খণ্ডন করা হয়েছে।

অনেকবার ফরোয়ার্ড করা ওই হোয়াটসঅ্যাপ বার্তায় অভিযোগ করা হয়েছে যে, আরবিআই সমস্ত ব্যাঙ্ককে ৩০ সেপ্টেম্বরের মধ্যে ৭৫ শতাংশ এটিএম এবং ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে ৯০ শতাংশ এটিএম থেকে ৫০০ টাকার নোট ধীরে ধীরে বিতরণ বন্ধ করার নির্দেশ দিয়েছে। ফলে জনগণকে তাদের কাছে থাকা ৫০০ টাকার নোট ওই সময়কালের আগেই তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে।
  
ভাইরাল বার্তাটিতে বলা হয়েছে, "আরবিআই সমস্ত ব্যাঙ্ককে ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে এটিএম থেকে ৫০০ টাকার নোট বিতরণ বন্ধ করতে বলেছে। এই সময়ের মধ্যে অন্তত ৭৫ শতাংশ এটিম-এ বিতরণ বন্ধ করা হবে। ২০২৬ সালের ৩১ মার্চেরমধ্যে ৩  ৯০ শতাংশ এটিএম-এ একই নিয়ম কার্যকর করতে হবে। এটিএম থেকে কেবল ২০০ এবং ১০০ টাকার নোটই বিতরণ করা হবে। তাই এখন থেকে আপনার হাতে থাকা ৫০০ টাকার নোট বাতিল করা শুরু করুন।"

প্রেস ইনফরমেশন ব্যুরোর (পিআইবি) ফ্যাক্ট চেক ইউনিট এই বার্তাটিকে সম্পূর্ণ মিথ্যা বলে অভিহিত করেছে। সংস্থার নিজস্ব এক্স- হ্যান্ডেলে পোস্ট করে, পিআইবি ফ্যাক্ট চেক বিভাগ স্পষ্ট করেছে যে, আরবিআই এই ধরণের কোনও নির্দেশ জারি করেনি এবং ৫০০ টাকার নোট লেনদেন সম্পূর্ণ বৈধ বলে গ্রাহ্য হবে।

পিআইবি "এই ধরনের ভুল তথ্যের ফাঁদে পা না দেওয়ার" নির্দেশ দিচ্ছে। "সরকারি উৎস থেকে পাওয়া খবর বিশ্বাস বা শেয়ার করার আগে সর্বদা যাচাই করুন" বলেও তারা সতর্ক করে দিয়েছে সংস্থাটি।

?ref_src=twsrc%5Etfw">July 12, 2025

 

এখনও পর্যন্ত, আরবিআই থেকে ৫০০ টাকার নোটের অবস্থা বা প্রচলনে কোনও পরিবর্তনের ইঙ্গিত দেওয়া কোনও সরকারি বিবৃতি বা সার্কুলার নেই। সারা দেশে সমস্ত লেনদেনের জন্য ৫০০ টাকার নোট গ্রহণযোগ্য।

এপ্রিল মাসে জারি করা একটি আরবিআই সার্কুলার থেকে এই জল্পনা শুরু হতে পারে, যেখানে ব্যাঙ্ক এবং হোয়াইট লেবেল এটিএম অপারেটরদের (ডব্লিউএলএও) এটিএম-এর মাধ্যমে ছোট মূল্যের নোট, বিশেষ করে ১০০ এবং ২০০ টাকার নোটের প্রাপ্যতা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছিল।

আরও পড়ুন- বিহারে বেনিয়মের বিরাট পর্দা ফাঁস! গিজগিজ করছে নেপাল-বাংলাদেশ-মায়ানমারের ভোটার...

বর্তমানে বাজারে যে ৫০০ টাকার নোট চালু রয়েছে সেই নোট ২০১৬ সালে নোট বাতিলের পর বাজারে আনা হয়। নতুন ৫০০ টাকার নোটের বেশ কিছু বিশেষত্ব রয়েছে। নতুন নোটের মধ্যে মোট ১৭টি ভাষায় টাকার পরিমাণ লেখা থাকে। তাছাড়া লাল কেল্লার ছবি ছাপা হয়েছে এই নোটে।

২০১৬ সালের ৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগের ৫০০ ও ১০০০ টাকার নোট ‘বাতিল’ ঘোষণা করেন। রাতারাতি এমন নোটবন্দির ফলে সমস্যায় পড়েছিলেন সাধারণ মানুষ। এদিকে বাজার থেকে পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট সরিয়ে নেওয়ার পর নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট বাজারে নিয়ে আসা হয়। এদিকে আবার ২০২৩ সালের পর থেকে ২০০০ টাকার নোট বাজার থেকে সরিয়ে নেয় আরবিআই। যদিও ৫০০ টাকার নোট একইভাবে বাজারে চালু রযেছে।